আই নিউজ প্রতিবেদক
কুয়েতে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা মৌলভীবাজারের শামীম
ছবি- সংগৃহীত
মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ গ্রামের কুয়েত প্রবাসী শামীম আহমেদ। যার বিরুদ্ধে কুয়েত থেকে দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। অভিযোগ করেছেন আরেক বাঙালী সিলেটের গোলাপগঞ্জ থানার আব্দুল মান্নান।
সোমবার (২৪ ডিসেম্বর) কুয়েত সিটির রাজধানী হোটেলে হল রুমে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী কুয়েত প্রবাসী আব্দুল মান্নান।
অভিযুক্ত শামীম আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার বিরাইমাবাদ গ্রামের মোহাম্মদ তাহেরের ছেলে।
কুয়েতে সংবাদ সম্মেলন ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, শামীম বিভিন্ন সময় নিজের বিভিন্ন সমস্যার কথা বলে কয়েক ধাপে ৪১ হাজার কুয়েতি দিনার (বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকা) নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছেন। নানা সমস্যার কথা বলে তিনি মান্নানের কাছ থেকে টাকা নেন এবং কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেবেন বলে জানান। কিন্তু , পরে তিনি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান।
পরবর্তীতে শামীমের কফিলের (স্পন্সর) ও স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের কাছেও অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল মান্না। সেখানে বিচার না পেয়ে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করেন। দূতাবাস তাঁর অভিযোগ গ্রহণ করে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি