Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমরাত (দুবাই) থেকে 

প্রকাশিত: ১২:২২, ১২ জুলাই ২০২৩

আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন মৌলভীবাজারের যমজ ২ বোন! 

বাবার সঙ্গে গোল্ডেন ভিসা পাওয়া দুই বোন প্রমি ও হিমি। ছবি- আই নিউজ

বাবার সঙ্গে গোল্ডেন ভিসা পাওয়া দুই বোন প্রমি ও হিমি। ছবি- আই নিউজ

শিক্ষাক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ‘গোল্ডেন রেসিডেন্স ভিসা’ পেলেন দেশটিতে প্রবাসী বাংলাদেশি দুই যমজ বোন। দুই বোনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। 

গোল্ডেন রেসিডেন্স ভিসা পাওয়া দুই বোন রাহমা মুক্তার প্রমী ও রাহিমা মুক্তার হিমি। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পলকি গ্রামে তাদের পৈত্রিক বাড়ি। 

রাহমা ও রাহিমার বাবা মোহাম্মদ মুক্তার মিয়া ৪২ বছর ধরে এমিরেটস ট্রান্সপোর্টে কাজ করেন, মা উম্মে আসমা একজন গৃহিণী।

বুধবার (১২ জুলাই) আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটির সিটিজেনশিপ অ্যান্ড পোর্ট সিকিউরিটি বিভাগ তাদের কাছে ভিসার দলিল পাঠায়। নবায়নযোগ্য এ ভিসার মেয়াদ দশ বছর।

আরব আমিরাতের ফুজাইরা প্রবাসী মুক্তার মিয়া জানান, আবুধাবিতে জন্ম নেওয়া তার দুই মেয়ে রাহমা ও রাহিমা ফুজাইরা প্রদেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাসাফি গার্লস স্কুল ফর বেসিক অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন থেকে এবছর অনুষ্ঠিত স্থানীয়অ্যাডভান্স এইচএসসি পরীক্ষায় অংশ নেন। আরবি ভার্সনে তারা যথাক্রমে ৯৭.৫১% ও ৯৭% নাম্বারসহ জিপিএ প্লাস পায়। এর আগে এসএসসিতেও তারা ভালো ফলাফল করে।

তাদের মা উম্মে আসমা বলেন, “আশপাশে অন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় আরবি কিন্ডারগার্টেনে শিক্ষাজীবনের হাতেখড়ি দুই মেয়ের। তারপর বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ১৪ বছর পড়াশোনার পর তারা গ্র্যাজুয়েশন শেষ করল। আমার কাছে কিছু বাংলা শেখা ছাড়া তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আরবি মাধ্যমেই হয়েছে।”

রাহমা ও রহিমা জানান, দুজনই ভবিষ্যতে চিকিৎসাশাস্ত্র  পড়াশোনা করে দেশে এসে সেবা দিতে চান।

প্রসঙ্গত; দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ২০১৯ সালে গোল্ডেন রেসিডেন্স ভিসা চালু করেন। এর আওতায় প্রাথমিকভাবে ছিলেন করোনাভাইরাস মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজকরা ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক।

পরে বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাক্ষেত্রে ভালো ফল করা শিক্ষার্থী, ক্রীড়াতারকাসহ বিভিন্ন পেশাদারদের এ ভিসার মাধ্যমেআমিরাতে দশ বছর বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে। নবায়নযোগ্য এ ভিসা পাওয়া যে কেউ চাইলে তাদের অভিভাবক ওপরিবারের সদস্যদের সংযুক্ত আমিরাতে এনে রাখতে পারবেন। 

গোল্ডেন রেসিডেন্স ভিসাধারী কোন ব্যক্তির মৃত্যু হলেও তার পরিবারের সদস্যরা এখানে বসবাসের বৈধতা পাবেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়