ছবিতে মৌলভীবাজারে অনুষ্ঠিত ‘হাফ ম্যারাথন ২০১৯’
ছবি: লিংকন দাশ রায়

ছবিঘর : পর্যটন ও প্রবাসি জেলা মৌলভীবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন। এতে বাংলাদেশ, শ্রীলংকা, কোরিয়া এবং ভারতের ৩৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। দৌড়ান ছিমছাম-পরিচ্ছন্ন শহরের প্রশস্ত সড়কে, চা-বাগান, পাহাড় আর সবুজ বনানীর পাদদেশে পিচঢালা পথে।
আর ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের সাথে ক্যামেরা নিয়ে পায়ে পা মিলিয়ে দৌড়েছেন আরেক ছবিওয়ালা। যিনি দৌড়বিদ না হয়েও ছবি তোলেছেন উচ্ছাসিত দৌড়বিদদের। ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন দৌড়বিদদের বিভিন্ন মুহুর্ত। সেসব ছবি নিয়েই আজকে ছবিঘরের আয়োজন।
















ছবিগুলো তোলেছেন- লিংকন দাশ রায়, চিত্রধারক, মৌলভীবাজার।
ম্যারাথনের আরো ছবি



আইনিউজ/এইচএ