আই নিউজ প্রতিবেদক
জাপানে শেখ রাসেল দিবস উদযাপিত
‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে আজ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে আজ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিলসহ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে অনুষ্ঠানের শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে জাপানের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জাপানের প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ শহিদ শেখ রাসেলের ক্ষণস্থায়ী জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, শিশুকাল থেকেই শেখ রাসেল ছিলেন নম্র - ভদ্র এবং আচরণে অত্যন্ত মার্জিত। বাবা দেশের প্রধানমন্ত্রী হওয়া স্বত্বেও শেখ রাসেল পরিবারের অন্য সদস্যদের মতো খুবই সাধারণ জীবনযাপন করতেন।
রাষ্ট্রদূত এসময় ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা উল্লেখ করে বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু যেদিন জাপানের মাটিতে পা রাখেন সেদিন ছিল ১৮ অক্টোবর ১৯৭৩ অর্থাৎ শেখ রাসেলের জন্মদিন। সেদিন বাবার সঙ্গে রাসেলও জাপানে এসেছিলেন। বঙ্গবন্ধুর জাপান সফরের একটি ভিডিও চিত্রে শেখ রাসেলকে অনেক চঞ্চল, হাসি-খুশি দেখা গেছে। কখনো সে পুকুর পাড়ে মাছ দেখে আনন্দে মেতেছে, আবার কখনো জাপানি ঐতিহ্যবাহী জামা - ‘ইউকাত্তা’ পরে জাপানি নাচ আর বাদ্য উপভোগ করেছে।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানব ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে, স্বাধীনতা বিরোধী ঘাতকের বুলেটে ক্ষত-বিক্ষত হয়ে অন্য সবার সঙ্গে না ফেরার দেশে চলে যান শহিদ শেখ রাসেল। সেদিন বিশ্বের সব মায়া-মমতা হারিয়ে গিয়েছিলো, মানবতা হয়েছিলো নির্বাসিত - স্তব্ধ।
তিনি বলেন, ক্ষমতা দখল কিংবা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পৃথিবীর ইতিহাসে বহু দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ড, সেনা অভ্যুত্থান হয়েছে। কিন্তু অন্ত্বসত্তা নারী ও কোমলমতি শিশু রাসেলসহ পুরো পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। তাই এই নৃশংস হত্যাকাণ্ড শিশু অধিকার ও মানবাধিকারের চরম অবমাননার জ্বলন্ত উদাহরণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাপানের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জেওসিভি কর্মী, মানবাধিকার কর্মী, জাপানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জাপানের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও জাতিসংঘের শিশু অধিকার কমিটির (সিআরসি) সদস্য ডক্টর মিকিকো ওতানি একটি বিশেষ বার্তা প্রেরণ করেন।
ড. ওতানি বলেন, শেখ রাসেলের ট্র্যাজেডি সকল প্রকার সহিংসতা থেকে শিশুদের রক্ষা করতে আমাদের সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শেখ রাসেলকে দশ বছর বয়সে তার বাবা-মা এবং পরিবারের সদস্যদের সাথে হত্যা করা হয় যা ছিল এক চরম নৃশংসতার উদাহরণ।
বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত এবং জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাসাতো ওয়াতানাবে আলোচনায় অংশগ্রহণ করেন। ওয়াতানাবে তার বক্তব্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা স্মরণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ জাপানের বিভিন্ন সংস্থার আমন্ত্রিত অতিথিবৃন্দ পরে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকগণ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠান আয়োজন করায় দূতাবাসকে ধন্যবাদ জানান। পরে শেখ রাসেলের জীবনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সন্ধ্যায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শিশু-কিশোর ও অভিভাবকদের উপস্থিতিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত অতিথি ও শিশুদের নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি