নোবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৯:০১, ১ আগস্ট ২০২২
বিশ্ববিদ্যালয়ের হল থেকে একের পর এক বেরিয়ে এলো সাপ!
দেশের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঘটলো তাজ্জব করা এক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের হল থেকে একের পর এক সাপ বেরিয়ে আসছে, আর তা দেখেই শিক্ষার্থীরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা সাপ আতঙ্কে গতকাল রবিবার (৩১ জুলাই) রাতে হলের বাইরে অবস্থান করেছে ।
জানা গেছে, রবিবার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তৃতীয় তলায় দুইটি সাপ দেখা যায়। এ সময় হলে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন। এবং একটি সাপ মেরে ফেলেন। অন্য সাপটি তখন পালিয়ে যায়। এর আগে একই তলায় জুতার মধ্য থেকেও সাপ উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ- ক্যাম্পাস ঠিকমতো পরিষ্কার করা হয় না বলে ঝোপঝাড় তৈরি হয়েছে। গরমের কারণে সন্ধ্যার পর ঝোপঝাড় থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসছে প্রতিনিয়ত। আবাসিক হল, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে সাপ দেখতে পাওয়া সাধারণ ঘটনা হয়ে পড়েছে।
সাপের উপদ্রব বাড়ায় বেশি অনিরাপদ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিচ তলার কক্ষ ও বাথরুমগুলো।
হলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তাই সাপ নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে এ ব্যাপারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রভোস্ট ড. মহিনুজ্জামান বলেন, সাপ আতঙ্ক থেকে রক্ষার্থে সারা রাত আমরা হল প্রভোস্টসহ সহকারী প্রভোস্টবৃন্দ আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে হলে থেকেছি। সকালে ফায়ার সার্ভিস টিম এনে হলে সাপ উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে কোনো সাপ পাওয়া যায়নি। হলের আশপাশে ভালোমতো পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রয়োজন মতো কার্বলিক অ্যাসিড ছিটানো হয়েছে।
- আরও পড়ুন- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩