আব্দুল করিম কিম
আপডেট: ১৯:২৩, ২ সেপ্টেম্বর ২০২২
বৃক্ষশূন্য সিলেটের সবুজ ফেরাতে তুগলক আজাদের প্রস্তাবনা
আব্দুল করিম কিম ও তুগলক আজাদ
নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা বলেছিলেন, ঢাকাসহ আমাদের অন্য শহরগুলোতেও একক বাড়ির জায়গা দখল করে নিচ্ছে বহুতল ভবন। পরিবেশ চেতনা বাড়লেও গাছগাছড়া লাগানোর স্থানাভাব প্রকট। ফ্ল্যাটবাড়ির বারান্দা বা ছাদে টবে-লাগানো ফুলের বাগান হচ্ছে, কিন্তু তাতে উদ্যানের চাহিদা মিটবে না।
আমাদের পার্ক, উন্মুক্ত স্থান, রাজপথগুলোকে সুরম্য উদ্যানে রূপান্তর করে সর্বজনীন সৌন্দর্য-ক্ষুধা মেটাতে হবে। দ্বিজেন শর্মা'র চাওয়া সেই সর্বজনীন সৌন্দর্য-ক্ষুধা মেটানোর উদ্যোগ নিয়েছেন তাঁর ভাবশিষ্য স্থপতি তুগলক আজাদ। আগামী রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশন হল রুমে আয়োজিত সভায় স্থপতি তুগলক আজাদ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরবেন। যে প্রস্তাবনায় বৃক্ষশূন্য সিলেট মহানগরীকে আবারো বৃক্ষশোভিত সবুজ নগরীতে পরিনত করার উপায় তুলে ধরা হবে।
এই আয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী'র উপস্থিত থাকার কথা। আয়োজনটির গুরুত্ব অনুধাবন করলে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন। এই আয়োজনটির গুরুত্ব শুধু মেয়রের উপলব্ধি করা জরুরী নয়। এই নগর নিয়ে যারা ভাবেন, যারা এই নগরকে জীবনন্দনতত্ত্বের অজস্র আকর্ষী উপাদানে শোভিত দেখতে আগ্রহি- তাঁদেরকে এই সভায় স্থপতি তুগলক আজাদ-এর পক্ষ থেকেই আমন্ত্রণ জানাচ্ছি। তুগলক আজাদের ভাষ্যে একটি নগরে থাকা দরকার শাল-দেবদারুর রাজসিক সৌন্দর্য, সেগুন-তেঁতুল-তালের বলিষ্ঠ গ্রথন, বিলাতি ঝাউয়ের মর্মর, নাগকেশর-ছাতিমের উদ্ভ্রান্ত সুগন্ধি, কুর্চি-শজনের শুভ্রতা, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলের উচ্ছ্বল বর্ণচ্ছটা, পদ্ম-শাপলার ললিত লাবণ্য, কাশমঞ্জরির অবারিত উচ্ছ্বাস, বটের নিশ্ছিদ্র ছায়া আমাদের নিসর্গ শিল্পীর প্রিয় রং ও রেখা, আকার ও অলংকার।
তিনি বলেন, বাঙালির একান্ত আপন শেফালি, ছাতিম, কুর্চি, কামিনী, পলাশ, বিলাতি ঝাউ, কনকচাঁপা, মুচকুন্দ, স্বর্ণচাঁপা, হিজল, গামারি, কাঞ্চন, অশোক, মহুয়া, কাঞ্চি, শিশু, আমলকী, তমাল ইত্যাদি শহরের উপযুক্ত স্থানে লাগানো জরুরি। তেলশুর, পাদাউক, বুদ্ধ নারকেল, কুসুম, বট, অশ্বত্থ, তেঁতুল, কনকচূড়া, জারুল, সোনালু, দেবদারু ইত্যাদি।
আমাদের অন্যতম রূপসী তরু নাগেশ্বর, শাল, বকুল, শিরীষের স্থান হওয়া দরকার। তা ছাড়া আমাদের পাহাড়ে জঙ্গলে আছে দুলিচাঁপা, রামডালু, পুন্নাগ, গুলাল, উদাল, নাগকেশর, পালাম; যেগুলো বাগানে লাগানো শুধু সৌন্দর্য ও বৈশিষ্ট্যের জন্যই নয়, ওদের বিলুপ্তি ঠেকানোর জন্যও আবশ্যক। আমাদের শহরের বাগানে এখনো ট্যাবেবুইয়া, লিগনাম ভিটি, গুল্গুল, ক্লুভিল নেই; এগুলো লাগানো আবশ্যক।"
আব্দুল করিম কিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
লাউয়াছড়ার অতি পরিচিত চশমাপরা হনুমান মারা গেছে, কাঁদেলন বনবিভাগের কর্মকর্তা | Lawachhara | Eye News
কেমন আছে লাউয়াছড়ার বন্যপ্রাণীরা? Wildlife | Lawachora| Eye News
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে ভাইরাল অজগর সাপ | Lawachhara | Viral Snack | Python | Eye News
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু | Elephant | Elephant Killing Eye News
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে