নিজস্ব প্রতিবেদক
মাজহারুলের চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না ফখরুল
গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ফখরুল
রবিবার (৪ সেপ্টেম্বর) পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দেশের কিংবদন্তী গীতিকার ও চলচ্চিত্র জন গাজী মাজহারুল আনোয়ার। তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিলো উল্লেখ করে মির্জা ফখরুল বলেন- আমি কিছুটা আবেগ আপ্লুত। তিনি চলে গেছেন আমি ঠিক মেনে নিতে পারছি না। আমরা একজন বিরল ব্যক্তিত্ব, অসাধারণ মেধাবী মানুষকে হারালাম’।
রোববার (৪ সেপ্টেম্বর ) গুলশানে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজী মাজহারুল আনোয়ারের গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিল আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণার।
মির্জা ফখরুল বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি, শুধু গীতিকার বললে ভুল বলা হবে। একজন সৃজনশীল শিল্পী, যার কলমে সৃষ্টি হয়েছে অসংখ্য অসাধারণ গান, কবিতা।
গাজী মাজহারুলের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পরম করুনাময় আল্লাহতালার কাছে এই দোয়া করি- আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন এবং তার পরিবারবর্গ, অসংখ্য গুণগ্রাহী মানুষকে যেন শোক সহ্য করার শক্তি দেন।’
তিনি বলেন, ‘আমরা জানি বিবিসির যে রেকর্ড, সেই রেকর্ডেও তিনি হচ্ছেন সেই মহান শিল্পী, সেই মহান লেখক, গীতিকার। তিনি সবচেয়ে বেশি গান বাংলা ভাষায় লিখেছেন।’
গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অসুস্থ গাজী মাজহারুল আনোয়ারকে বারিধারার বাসা থেকে রোববার সকাল সাড়ে ৬টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। গাজী মাজহারুল আনোয়ার স্ত্রী জোহরা গাজী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে দিঠি আনোয়ার যুক্তরাষ্ট্র থাকেন।
গাজী মাজহারুল ইসলামের মৃত্যু সংবাদের পরপরই উত্তরার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব। তিনি মরহুমের ছেলে শরফরাজ মেহেদি উৎপলকে সান্তনা দেন।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, বরণ্য শিল্পী গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের