ইমরান আল মামুন
আপডেট: ০৯:৩১, ২৮ জুলাই ২০২৩
মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩ কখন প্রকাশিত হবে এ নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্নতার মধ্যে কাটাচ্ছে সময়। বেশ কয়েকটি ধাপে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও ফলাফল এখনো ঘোষণা করা হয় নি। কবে মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দিবে সেটি জানতে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
মাস্টার্স হচ্ছে এক বছর এবং দুই বছরের কোর্স। অনার্স পড়াশোনা করে তাদের জন্য এটি এক বছর এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করে তাদের জন্য দুই বছরের কোর্স এটি। ধরতে গেলে আমাদের দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এ মাস্টার্স কোর্স। বেশ কয়েকবার আগে অনুষ্ঠিত হয়েছে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ২০২৩। খুব শীঘ্রই এর ফলাফল ঘোষণা করার কথা থাকলেও বেশ কয়েকটি ধাপে পিছে গেছে ফলাফল।
সকল বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩
আবার সার্ভার জনিত সমস্যার কারণে বেশ কয়েকজন ফলাফল পেলেও অনেকে ফলাফল এখন পর্যন্ত হাতে পান নি। অর্থাৎ ফলাফল না পাওয়ার শিক্ষার্থী সংখ্যায় অনেক বেশি। শিক্ষার্থীদের মধ্যে এজন্য আরো বেশি উত্তেজনা দেখা দিচ্ছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।
মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
তাই কয়েক লক্ষ শিক্ষার্থী অপেক্ষায় রয়েছে কখন রেজাল্ট প্রকাশ করা হবে সেটি। কিন্তু এখন পর্যন্ত এর কোন ধরনের ধারণা পাওয়া যাচ্ছে না। অনেক শিক্ষার্থীরাই ফলাফলের জন্য অপেক্ষা রয়েছে কারণ তারা কর্মজীবনে যে যার যার মত যোগদান করবে এবং বাইরেও কেউ উচ্চ শিক্ষার জন্য চলে যাবেন। তবে কিসের জন্য এত দেরি হচ্ছে সেটিও জানা যায়নি।
আজ থেকে বা তাই ৪ বছরের পূর্বেকার সেশনদের পরীক্ষার ফলাফল এটি। ২০১৬ - ২০১৭ ফ্যাশন এবং ২০১৭-২০১৮ সেশন এর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে অনেকে ফলাফলের কারণে বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে আবার অনেকে দেশের ভিতরে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারছে না।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে এ ফলাফলের কারণে তারা বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। প্রাইভেট কোম্পানিতেও এখন বেশিরভাগ সার্কুলার মাস্টার্স প্রার্থীদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। এক্ষেত্রে তারা এখান থেকেও বঞ্চিত হচ্ছে।
মাস্টার্স ফাইনাল ইয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত হওয়া মাস্টার্স পরীক্ষার ফলাফল ঘোষণায় রয়েছে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ত্রিশটি বিষয়ের শিক্ষার্থীরা এবং কলেজ সংখ্যা হচ্ছে ১৫১ টি। আর সর্বমোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৯৪ হাজার ৯১২ জন। মোট ১১৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষাটি। যে সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত ফলাফল হাতে পাননি অথবা কিভাবে ফলাফল দেখবেন তারা আমাদের নিচের ধাপগুলো দেখুন। কিভাবে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষার রেজাল্ট দেখবেন।
মাস্টার্স পরীক্ষার ফলাফল দেখার নিয়ম ২০২৩
ফলাফল সাধারণত দুটি পদ্ধতিতে দেখা যায়। একটি হচ্ছে অনলাইনে মাধ্যমে আরেকটি হচ্ছে এসএমএসের মাধ্যমে। তবে শিক্ষার্থীরা কোনটির মাধ্যমে ফলাফল দেখবে সেটি নির্ভর করবে তার উপর। আমরা আজকে দুটি মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব।
অনলাইনে মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে যদি একজন শিক্ষার্থী মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফল দেখতে চাই তাহলে অবশ্যই নিচের ধাপ গুলো দেখতে হবে। একই সঙ্গে থাকতে হবে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস। তারপর আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে
- এরপর আপনাকে results.nu.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে নির্বাচন করতে হবে মাস্টার্স।
- মাস্টার্স অপশনটি নির্বাচন করার পর সেখানে আপনি কোন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেটির নির্বাচন। যেহেতু এবার আমরা ফাইনাল পরীক্ষার ফলাফল দেখবো সেহেতু মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষার অপশন এ প্রবেশ করতে হবে।
- অপশনে প্রবেশ করার পর আপনি সেখানে দেখতে পারবেন একটি ফর্ম চলে এসেছে। সেখানে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সন ইত্যাদি প্রবেশ করাতে হবে। সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী অপশনে যেতে হবে। পরবর্তী অপশন মাস্টার্স ফলাফল দেখার নিয়মের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ধাপ।
- এখানে আপনাকে ক্যাপচা পূরণ করে সার্চ রেজাল্ট অপশনে প্রবেশ করলে আপনার ফলাফলটি দেখতে পারবেন। যদি প্রথমবার দেখতে না পারেন তাহলে আবার পুনরায় চেষ্টা করবেন।
এসএমএসের মাধ্যমে মাস্টার্স রেজাল্ট দেখার নিয়ম
যাদের কাছে ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থাকবে না তারা মোবাইলের মাধ্যম সরাসরি ফলাফল দেখতে পারবেন। কিভাবে সরাসরি ফলাফল দেখবেন তা নিচে দেওয়া হল।
এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আপনারে হ্যান্ডসেটে গিয়ে প্রবেশ করুন মেসেজ অপশনে এবং টাইপ করুন
NU MF Roll send to 16222
প্রথমে আপনাকে NU হবে তারপর স্পেস দিয়ে MF লাগবে এরপর রোল নম্বর বসিয়ে উক্ত নম্বরে পাঠিয়ে দিতে হবে। চার্জ হিসাবে তিন থেকে পাঁচ টাকা কেটে নিতে পারে। অবশ্যই আপনার লেখাগুলো বড় অক্ষরের হতে হবে।
মাস্টার্স পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যতীত আরও অন্যান্য পরীক্ষার ফলাফল জানতে আমাদের সঙ্গে থাকুন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩