মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজার সদর ও পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মীসভা আজ শনিবার (১৪ই ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিশেষ অতিথি ছিলেন ফয়সল আহমেদ চৌধুরী।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, আশিক মোশাররফ, মোহাম্মদ হেলু মিয়া, ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মতিন বকস, আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, স্বাগত কিশোর দাশ চৌধুরী, আবুল কালাম বেলাল, আনিসুজ্জামান বায়েস, যুক্তরাজ্যস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহ সাইফুল আখতার লিখন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরওয়ার মজুমদার ইমন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন- জেলা মহিলা দল সভাপতি দিলশাদ পারভীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর বিএনপি আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, জেলা যুবদল সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, জেলা কৃষক দল আহ্বায়ক শামীম আহমেদ, জেলা কৃষক দল সদস্য সচিব মোনায়েম কবির, পৌর সেচ্ছাসেবক দল সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, মৌলভীবাজার কলেজ ছাত্রদল আহ্বায়ক জনি আহমদ।
সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কর্মী সমাবেশ যোগ দিতে দুপুর ১২ টা থেকেই শহরে ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির শতশত নেতাকর্মী সমাবেশে মিছিল সহকারে যোগ দেয়। কর্মীসমাবেশ জনসমাবেশে পরিণত হয়।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’