মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
মৌলভীবাজারে কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
ঈদের বাকি আর মাত্র দুই দিন-তিন দিন। বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার (৯ এপ্রিল) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামী ১০ নয়তো ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদের আগে আগে বর্তমানে কয়েকদিন ধরে মৌলভীবাজারে মাঝারি মানে ঝোড়ো বৃষ্টি থেকে শুরু করে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। সেই সঙ্গে দিনের বেলা আছে তীব্র গরমের দাপটও। ফলে, জেলার মানুষের কাছে এখন গুরুত্বপূর্ণ জানার বিষয় মৌলভীবাজারে কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?
ঈদের দিন মৌলভীবাজারে আবহাওয়া কেমন থাকতে পারে তা সম্পর্কে ধারণা পাওয়া যায় অক্যু ওয়েদার রিপোর্ট থেকে। অক্যু ওয়েদার রিপোর্ট বলছে ঈদের দিন মৌলভীবাজারে গরম থাকতে পারে। তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত হতে পারে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিনও থাকতে পারে গরমের দাপট। সে হিসেবে ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী ১০ এপ্রিল থেকে সিলেটের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসাবে এবার ঈদের দিন (১০ বা ১১ এপ্রিল) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।চ
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিষয়ে সংস্থাটি জানিয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এর ফলে পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’