মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২৮, ১৭ জানুয়ারি ২০২৪
ধামাইল শিল্পীদের মাঝে বাদ্যযন্ত্র, কম্বল বিতরণ
বাদ্যযন্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে ধামাইল গান পরিবেশন করেন ধামাইল শিল্পীরা।
মৌলভীবাজারে একটি ধামাইল দলকে বাদ্যযন্ত্র ও ধামাইল শিল্পীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন সরকারের পক্ষ থেকে এই কম্বল ধামাইল শিল্পীদের উপহার দিয়েছেন।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের রতনপুর প্রকাশিত বীরগাঁও গ্রামে 'রাধার হাসি' ধামাইল দলের সদস্যদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন লোকবিদ্যা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অমলেন্দু কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন- কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমন মোস্তফা, সংস্থার নির্বাহী সদস্য প্রধান শিক্ষক শাশ্বতী দাস, সহকারী শিক্ষক, বনশ্রী দাশ, নন্দিতা দেব, রীতা পাল ও রূপালী তালুকদার।
বর্তমানে সিলেটে ধামাইল গানের জোয়ার বইছে। মৌলভীবাজার জেলায়ও রয়েছে বেশ কয়েকটি ধামাইল গানের দল। এসব ধামাইল দলকে নিয়ে কাজ করছেন লোকবিদ্যা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অমলেন্দু কুমার দাশ।
বাদ্যযন্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে ধামাইল গান পরিবেশন করেন ধামাইল শিল্পীরা। দলনেতা বিউটি বিশ্বাসের পরিচালনায় ও বীথি বিশ্বাসের কণ্ঠে মরমি কবি রাধারমণ ও লোককবি প্রতাপ রঞ্জন তালুকদারের ধামাইল গান পরিবেশন করেন।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা