মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৩২, ২০ জুন ২০২৪
মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃ*ত্যু
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামরকোনায় মনু নদীর পানিতে ডুবে এক শিশুসহ ২ জন প্রা*ণ হারিয়েছেন। এরমধ্যে একজন কিশোর রয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নি*হতরা হলেন- পশ্চিম শ্যামেরকোনার জমির মিয়ার ছেলে হৃদয় (১৫) ও পছন মিয়ার ছেলে ছাইম (১০)।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাইম ও তার এক বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময়ে মনু নদীতে পড়ে যায়। নদীতে বন্যার পানির প্রবল স্রোত থাকায় মুহুর্তে দুইজন ছিটকে পড়ে। তাদেরকে দেখতে পেয়ে নি*হত হৃদয় বাঁচানোর জন্য এসে একজনকে পানি থেকে উদ্ধার করে। তবে, দ্বিতীয় জনকে ছাইমকে উদ্ধার করতে গিয়ে হৃদয় নিজেও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃ*ত বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, দুই জনের বন্যার পানিতে ডুবে মৃ*ত্যুর ঘটনাটি শুনেছি। একজন পানিতে পড়া শিশুদের উদ্ধার করতে গিয়ে নিজে প্রা*ণ হারিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বলেন, বন্যার পানি এখনো কমেনি। এ ধরনের ঘটনা রুখতে পানিবন্দি অবস্থায় বাড়ির ছোট ছোট শিশুদের দিকে বিশেষ নজর রাখেন এই আহ্বান জানাচ্ছি। তারা যেন খেলতে গিয়ে পানিতে ডুবে না যায়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নি*হতদের দুই পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’