নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে বাতাসের মান চরম অস্বাস্থ্যকর
আজ মৌলভীবাজারে বাতাসের মান খুব অস্বাস্থ্যকর।
মৌলভীবাজারকে একটি গ্রামীণ শহর বলে দাবি করেন এই জেলা সদরের বাসিন্দারা। এই জেলার এক পাশ দিয়ে বয়ে গেছে উজান থেকে নেমে আসা মনু নদ। তবু, সদর উপজেলায় উত্তরোত্তর যানবাহন বৃদ্ধিসহ নানা কারণে বাতাসের মান প্রতিনিয়ত খারাপ অবস্থার দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিন বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রেকর্ড হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় মৌলভীবাজার সদরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের আবহাওয়া কর্মকর্তা বিপ্লব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এই প্রতিবেদন লেখার সময় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাতাসে ঝড়ো দমকা হাওয়ার বেগ ছিল ঘণ্টায় আট কিলোমিটার। আজ রাতের দিকে তাপমাত্রা কমে ১১ ডিগ্রিতে নামতে পারে।
তবে, আজ সকাল থেকেই মৌলভীবাজারে বাতাসের মান ছিল খুবই খারাপ। অক্যুওয়েদারের রিপোর্টের তথ্য বলছে, আজ মৌলভীবাজারের বাতাসের মান খুব অস্বাস্থ্যকর।
বাতাস খুব অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা মানে, সংবেদনশীল গোষ্ঠীর মানুষরা স্বাস্থ্যের ওপরে এর খারাপ প্রভাব খুব তাড়াতাড়ি পড়া শুরু করে। বাতাসের এমন মান থাকলে তাদের ঘরের বাইরের কাজকর্ম এড়িয়ে চলা উচিত। সুস্থ মানুষদের শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভোগার সম্ভাবনা আছে; ঘরের ভিতরে থাকা এবং ঘরের বাইরের কাজকর্মগুলির সময়সূচি পরিবর্তন করে কাজ করার চেষ্টা করতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বাতাসের মান খুব অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলে সূক্ষ্ম দূষণকারী কণা সহজে মানুষকে অসুস্থ্য করে তোলে। সূক্ষ্ম বস্তুকণা এমন সব কণা, যা শ্বাসের সাথে প্রবেশযোগ্য। এসব দূষণকারী কণার ব্যাস ২.৫ মাইক্রোমিটারের কম। যা ফুসফুস ও রক্তধারায় প্রবেশ করতে পারে, এবং যার ফলস্বরূপ স্বাস্থ্যের গুরুতর সমস্যাগুলি হতে পারে। সবচেয়ে তীব্র প্রভাব পড়ে ফুসফুস ও হৃৎপিণ্ডের ওপরে। সংস্পর্শের ফলস্বরূপ কাশি বা শ্বাসকষ্ট, হাঁপানির অবনতি এবং শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ হতে পারে। তাই বাতাসের মান যখন খারাপ তখন বাইরে বের হলে মাস্ক ব্যবহারের চেষ্টা করা উচিত।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’