Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ৩ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারে প্রতি বছরের মতো এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন। 

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী ও দরিদ্র শীতার্ত নারী-পুরুষের হাতে এসব শীতবস্ত্র তোলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক প্রকৌশলী মনসুরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাসসের জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ এবং বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক হাসান কুদরতুল ফেরদৌস চৌধুরী। অনুষ্ঠানটি সমন্বয় করেন মার্কেন্টাইল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মজির উদ্দিন চৌধুরী রাজু।

এসময় কম্বল পেয়ে খুশি হন ওই এলাকার গরীব-দুস্থ ও অসহায় মানুষরা।

বক্তব্যে ব্যাংকের পরিচালক প্রকৌশলী মনসুরুজ্জামান বলেন, প্রতিবছর গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছি। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক সে সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রতি বছর দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

কেবল শীতবস্ত্র বিতরণ নয় মেধাবী শিক্ষার্থীদের আবদুল জলিল বৃত্তি প্রদান করে থাকে মার্কেন্টাইল ব্যাংক। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান প্রকৌশলী মনসুরুজ্জামান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়