নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:৩০, ৩ এপ্রিল ২০২২
মৌলভীবাজার ও হবিগঞ্জে সিসিমপুর বিদ্যালয় ও কমিউনিটি কার্যক্রম
মৌলভীবাজারে সিসিমপুর বিদ্যালয় ও কমিউনিটি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : আই নিউজ
বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে মৌলভীবাজার ও হবিগঞ্জে শুরু হচ্ছে সিসিমপুর বিদ্যালয় ও কমিউনিটি কার্যক্রম।
প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ৩৩ মাসব্যাপী শিক্ষা উপকরণ ও খেলার মাধ্যমে বৈচিত্র্যময় ও হাতেখড়ি শিক্ষা দেওয়া হবে। শিক্ষকদের দেওয়া হবে প্রশিক্ষণ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আরডিআরএস এবং এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা রহমান, আরডিআরএস বাংলাদেশ-এর উন্নয়ন কর্মসূচি প্রধান মুহম্মদ আব্দুস সামাদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুঁইঞা, রাজনগর উপজেলা শিক্ষা অফিসার সুমা ভট্টাচার্য, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রা্ক্টর মুহিব উল্লাহ, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউ (পিটিআই) ইন্সট্রাক্টর কামরুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ‘প্রমোটিং ইডুকেশন ফর আরলি লারনার্স একটিভিটি প্রজেক্ট’- এর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয়, সিসিমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর সিনিয়র ম্যানেজার খলিলুর রহমান এবং টিচার এডুকেশন স্পেশালিস্ট কামরুজ্জামান কালাম।
‘প্রমোটিং ইডুকেশন ফর আরলি লারনার্স একটিভিটি প্রজেক্ট’- এর প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান জয় আই নিউজকে জানান, ‘প্রমোটিং ইডুকেশন ফর আরলি লারনার্স একটিভিটি প্রজেক্ট’- এর আওতায় মৌলভীবাজারের ১৫০টি এবং হবিগঞ্জের ১০০টি বেসরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ৩৩ মাসব্যাপী শিক্ষা উপকরণ ও খেলার মাধ্যমে বৈচিত্র্যময় ও হাতেখড়ি শিক্ষা দেওয়া হবে। শিক্ষকদের দেওয়া হবে প্রশিক্ষণ।
২৫০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৭০টি বিদ্যালয়, রাজনগরের ৩০টি বিদ্যালয়, সদর উপজেলার ৫০টি বিদ্যালয় এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৫০টি বিদ্যালয় ও চুনারুঘাট উপজেলার ৫০টি বিদ্যালয়।
এতে সরাসরি উপকৃত হবে ১৫ হাজার শিক্ষার্থী এবং ১২৫০ জন শিক্ষক। পরোক্ষভাবে উপকৃত হবেন অভিভাবকসহ অন্যরা।
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’