রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৩২, ২২ মে ২০২৪
রাজনগর উপজেলা নির্বাচন ২০২৪
রাজনগরে ২ প্রিজাইডিং অফিসার গ্রেফতার, ৪ জনের নামে মামলা
মৌলভীবাজারের রাজনগরে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) নির্বাচনের দিন ব্যালট নিয়ে বহিরাগতদের সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ ৪ জনের নামে মামলা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মঙ্গলবার রাজনগর উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ছিল কম। কয়েকটি কেন্দ্রে মহিলাদের দীর্ঘ সারি থাকলেও খুব একটা বেশি নয়। প্রশাসন, বিজিবি, র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি ছিল। এরপরও কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট বের করে দেয়া, জাল ভোট দেয়া, কেন্দ্রে ঢুকে ব্যালট বইয়ে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে কিছু ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মোড়া বইয়ে আগে থেকেই পোলিং অফিসারের সিগনেচার ও সিল মারা দেখতে পাওয়া যায়। একই অভিযোগ ছিল আরও কিছু ভোটকেন্দ্রের ব্যাপারেও। এরমধ্যে উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে বহিরাগতরা সিল মারছে এমন একটি ভিডিও ভাইরাল হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় এমন ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কদমহাটা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আকাশ দাশ (৩২), সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্রাফট ইন্সট্রাক্টর মো. জাকির হেসেন (৩০), পোলিং অফিসার হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসার সহ সুপার জামিল আহমদ ও পোলিং অফিসার চাঁটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছমা বেগমকে আসামী করে রাজনগর থানায় মামলা (নং ১৬, তাং ২২/০৫/২০২৪) দায়ের করে করেন।
এদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং দুই পোলিং অফিসার পলাতক রয়েছেন।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ৪ জনের নামে মামলা হয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ হলরুম থেকে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হকসহ নির্বাচনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ মে) মৌলভীবাজারের রাজনগরে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান খান। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি নির্বাচিত হয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’