বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:৫২, ১৩ নভেম্বর ২০২৩
লন্ডনের হাসপাতালে ভর্তি সালমান শাহর মা নীলা চৌধুরী
লন্ডনের হাসপাতালে ভর্তি সালমান শাহর মা নীলা চৌধুরী। ছবি- সংগৃহীত
নব্বইয়ের দশকের বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ'র মা নীলা চৌধুরী একটি দুর্ঘটনায় আহত অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, তিনি পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।
তিনি বলেন, ‘জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।’
নকীব জানান, আজ (রবিবার) তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তাঁর আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।
আই নিউজ/এসকেএস/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে