নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৫৮, ২৫ জুলাই ২০২১
লাল-সবুজের পতাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে মৌলভীবাজারের মেয়ে ইরিনা
বাংলাদেশের পতাকা নিয়ে ইশরাত ইরিনা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেয়ে ইশরাত ইরিনা এখন সিলেট বিভাগের তো বটেই সারা বাংলাদেশেরও গর্বের কারণ। দেশের লাল-সবুজের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি আন্তর্জাতিক অঙ্গণে।
“বার্ষিক ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট” ওয়ান ইয়ং ওয়ার্ল্ড ২০২১- এর দশম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহনকারী হিসেবে মনোনীত হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন ইশরাত ইরিনা। ১৯০ টি দেশের ১৮০০ এর বেশি প্রতিনিধি নিয়ে মিউনিখে গত ২২ জুলাই শুরু হলো One Young World এর আনুষ্ঠানিক যাত্রা।সম্মেলনটি বাভারিয়ার রাজধানী মিউনিখে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।
বার্ষিক ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট প্রতিটি দেশ ও সেক্টর থেকে উজ্জ্বল তরুণ প্রতিভাদের আহ্বান করে থাকে, সামাজিক প্রভাবকে ত্বরান্বিত করতে তারা কাজ করে। ১৯০ টিরও বেশী দেশের প্রতিনিধিদের মধ্যে জাস্টিন ট্রুডো, পল পোলম্যান, ড. মোহাম্মদ ইউনুস, এমা ওয়াটসন এবং মেঘান মার্কেলের মতো প্রভাবশালী রাজনৈতিক,ব্যবসায়িক এবং মানবিক অন্যান্য বিশ্বব্যাপী নেতৃত্ব দানকারী ব্যক্তিরা বক্তব্য ও পরামর্শ দিয়ে থাকে।
এই সম্মেলনেই জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্যের জন্য বিল ও মেলিন্ডা গেটস ইনস্টিটিউটের পরিবার পরিকল্পনা লিডার ইশরাত ইরিনা। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ব্যবসায়ী সহিদ হোসেন ইকবালের মেয়ে।
বাবার সাথে ইশরাত ইরিনা।
আইনিউজকে ইশরাত ইরিনা বলেন, ওয়ান ইয়ং ওয়ার্ল্ড এর দশম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অফিসিয়াল পতাকা বহনকারী হিসেবে মনোনীত হওয়া এবং বাংলাদেশের পতাকা নিয়ে মঞ্চে সবার সামনে দাঁড়ানো আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের।
ইশরাত ইরিনার ভাষায়,
আমি স্বপ্ন দেখি আমরাও একদিন বাংলাদেশে এই রকম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পারবো। আমি এই অনুষ্ঠানে আমার অর্গানাইজেশন প্রেসক্রিপশন বাংলাদেশের ভবিষ্যত প্রজেক্ট পরিকল্পনা এবং ইতিমধ্যে বাংলাদেশে যে কাজগুলো করেছি সেগুলো তুলে ধরবো।
তিনি আরও বলেন, আমার এই সম্মেলনের সম্পূর্ণ খরচ বহন করছে সলিডারেট স্কলারশিপ। ফ্রি কিন্তু চান্স পেয়ে অংশগ্রহণ করতে গিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। বিভিন্ন দেশে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোতে লন্ডন, নেদারল্যান্ড, কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশে এই আসর বসেছিলো। আগামী বছর জাপানে অনুষ্ঠিত হবে এই সম্মেলনটি। আশা করছি সেখানে আবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাব।
আইনিউজ/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’