সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫
শাবিতে `স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ-২০২৫’ এর পর্দা উঠল
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
চেজ দ্য গোল, চেজ দ্য গ্লোরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 'স্পোর্টস সাস্ট ফুটবল সুপার লীগ-২০২৫ এর পর্দা উঠেছে।
টুর্নামেন্টটি উপলক্ষে আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন ‘স্পোর্টস সাস্ট’র সদস্যরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হ্যান্ডবল গ্রাউন্ডে এসে মিলিত হয়। পরবর্তীতে বেলা পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে রঙিন বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচন করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্পোর্টস সাস্ট সবসময় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে একত্রিত করে সুন্দর সুন্দর ইভেন্ট আয়োজন করে আসছে। তাদের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষ নিয়ামানুবর্তিতা, শিষ্ঠাচার ও শৃঙ্খলা শিখে। খেলাধুলা শরীরের ফিটনেস ও শরীর সুস্থ রাখে। এছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মাদক সেবনসহ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার জন্য আহ্বান জানান। পাশাপাশি আগামী সময়েও স্পোর্টস সাস্ট এর ধারাবাহিকতা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যে কোন ধরনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পোর্টস সাস্টের পাশে আছে।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুখলেসুর রহমান, স্পোর্টস সাস্টের উপদেষ্টা অধ্যাপক ড.সালমা আক্তারসহ স্পোর্টস সাস্টের সদস্য ও খেলাপ্রেমী শিক্ষক-শিক্ষার্থীরা।
টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তানজীদ হাসান অপূর্ব ও কোষাধ্যক্ষ হিসেবে রেদওয়ানুল করিম। আহ্বায়ক জানান, এবারের টুর্নামেন্টে ২৪টি টিম অংশগ্রহণ করেছেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে প্রতিটি টিমের ম্যানেজারদের দিয়ে ড্র অনুষ্ঠিত হয়। ড্র এর মাধ্যমে ২৪টি টিমকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের খেলা শেষে রাউন্ড সিক্সটিন অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, উদ্বোধনী ম্যাচে বিকাল ৪টায় মুখোমুখি হয় এফসি কোর আই সেভেন ভার্সেস ইন্ডাস্ট্রিয়াল উইজার্ড।
স্পোর্টস সাস্টের সভাপতি মাসুদ রানা বলেন, 'স্পোর্টস সাস্ট' বছরজুড়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নানা ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করে থাকে। এই টুর্নামেন্টকে সফল করতে স্পোর্টস সাস্টের সদস্যসহ যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে নানা ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩