শিল্পীর তুলিতে আঁকা মসজিদে আল-আকসা

আহমদ আফরোজ : দেখলে মনে হবে ক্যামেরার কারসাজি। আসলে শিল্পীর রঙতুলির আঁচড়ে ওঠে এসেছে ইতিহাস আর বিশ্বাসের পবিত্র স্থাপনা মসজিদে আল-আকসা বা বাইতুল মোকাদ্দাসের এই ছবি। ইসলাম, খ্রিষ্টান ও ইহুদী ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত প্রাচীন এই মসজিদ ছিল মুসলিমদের প্রথম কিবলা (প্রার্থনার দিক)। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদে আল-আকসা তেলরঙের ক্যানভাসে এঁকেছেন শিল্পী এফ এম আনিস। অবিশ্বাস্য মুন্সিয়ানায় আঁকা ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে প্রশংসার পাশাপাশি বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

ঢাকা আর্ট কলেজ থেকে ড্রয়িং এন্ড পেইন্টিংয়ে স্নাতক এফ এম আনিস ত্রিশ বছর ধরে ছবি আঁকছেন। প্রায় সকল মাধ্যমই তিনি ব্যবহার করেন শিল্পকর্মে। বাস্তবতার আদর্শে প্রাণিত এই শিল্পী বাস্তবতাকেই ক্যানভাসে মূর্ত করেন আদরে। পেশাদার এই চিত্রশিল্পীর বাড়ি বরিশালে। বর্তমানে ঢাকার রামপুরায় থাকেন।

শিল্পী এফএম আনিস জানান, এই ছবিটি তাঁর আঁকা সেরা ছবিগুলোর একটি। একজনের অনুরোধে সপ্তাহখানেক আগে তিনি ছবিটি এঁকেছেন । এটি আঁকতে তাঁর সময় লেগেছে পনেরো দিন।