Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ১১ জুলাই ২০২০

শুভ জন্মদিন পূর্ণিমা

আজ ১১ জুলাই, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে  পূর্ণিমা চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। কৈশোরে চলে আসেন ঢাকায়।

৩৯ পেরিয়ে ৪০ বছরে পা রাখলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এই বয়সটা তার কাছে কেবলই একটা সংখ্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য যেন দিন দিন বাড়ছে। এই বয়সেও কীভাবে তিনি এমন সৌন্দর্য ধরে রেখেছেন, তা নিয়ে ব্যাপক আলোচনা হয় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে।

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয়। নায়ক ছিলেন রিয়াজ। এ জুটি একসঙ্গে সর্বাধিক ২৫টি ছবিতে অভিনয় করেছেন। এক সময় রিয়াজ-পূর্ণিমা জুটি ছিল খুবই দর্শকনন্দিত।

দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘হৃদয়ের কথা’, ‘সুভা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘পিতা-মাতার আমানত’, ‘কে আমি’, ‘পরাণ যায় জলিয়া রে’, ‘মাটির ঠিকানা’ উল্লেখযোগ্য।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া পেয়েছেন মেরিল তারকা জরিপসহ বেশ কিছু স্বীকৃতি।

সম্প্রতি দীর্ঘ বিরতি শেষে সিনেমায় ফিরেছেন তিনি। পূর্ণিমার হাতে রয়েছে ‘জ্যাম‘ ও ‘গাঙচিল’। বিপরীতে আছেন যথাক্রমে আরিফিন শুভ ও ফেরদৌস। দুটি সিনেমার কাজ প্রায় শেষ। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়