আই নিউজ প্রতিবেদক
আপডেট: ২১:০০, ১৭ জানুয়ারি ২০২৪
সিপিএএম ইউকের নতুন কমিটি গঠন ও বার্ষিক সভা
সালেহ আহমেদকে সভাপতি এবং সৈয়দ করিম রুমেলেকে সাধারণ সম্পাদক নির্বাচিত কয়রা হয়েছে। ছবি- আই নিউজ
`ক্রিকেট প্লেয়ারস অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে’-এর বার্ষিক সাধারণ সভা এবং আগামী দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সালেহ আহমেদকে সভাপতি এবং সৈয়দ করিম রুমেলেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত রোববার (১৪ জানুয়ারি) লন্ডনের কেমডেনের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে সিপিএএম ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মহোদয় মঞ্জুর উদ্দিন মোর্শেদ। তিনি সংগঠনকে এগিয়ে নিতে তাঁর কমিটির নানা চেষ্টার ও সাফল্যের কথা উল্লেখ করেন এবং সিপিএএম ইউকের কার্যকরী কমিটির ২০২২-২০২৩ মেয়াদ কালিন কমিটি বিলুপ্তী ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন।
পর উপস্থিত সদস্যবৃন্দের উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করার আহবান জানান। নতুন কমিটিকে আগাম অভিনন্দন জানানোর পাশাপাশি বিদায়ী সভাপতি বলেন, নতুন কমিটি এই প্রাণের সংগঠনকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে সালেহ আহমেদকে সভাপতি, সৈয়দ করিম রুমেলেকে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ রেজওয়ান রউফ রাজু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মন্জুর হোসাইন, ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক মির্জা জোনাককে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সিপিএএম ইউকের প্রতিষ্ঠাকলীন আহবায়ক মুরাদ আহমেদ, সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ সহ উপদেষ্টা মন্ডলী এবং সাবক ও বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দ, এবং বিপুল পরিমান সাধারণ সদস্যবৃন্দ ।
সভার উপস্থিত সকলেই বিগত বছরের সাফল্য এবং আয়ব্যায় এর হিসেবে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে করণীয় বিষয়গুলোর উপর স্বতঃস্ফুর্ত ও গঠনমূলক আলোচনায় অংশগ্রহন করেন। আগামী বছরগোলাকে আরো সাফল্যমণ্ডিত করতে সিপিএএম ইউকের নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি সালেহ আহমেদ শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংগঠনের অতীত কার্যক্রমের সফলতা তুলে ধরে বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তার প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন।
এরপর নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ করিম রুমেল তার বক্তব্যে বলেন, বৃটেনে বাঙ্গালীদের মধ্যে সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন সিপিএএম ইউকেকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সকলের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রতিজ্ঞা দিয়েই শুরু করতে চাই।
তিনি নতুন কমিটির সকলের পক্ষ থেকে সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে খেলাধুলার মান উন্নয়নসহ শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা করে দেয়া, অসচ্ছল ক্রিকেটারদের সাহায্য করাসহ বিভিন্ন কর্মসূচি চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশের বাইরে বাঙ্গালীদের মধ্যে সিপিএএম ইউকে হচ্ছে সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন যার আওতায় রয়েছেন প্রায় কয়েক শতাধিক সক্রিয় ক্রিকেটার। ইউকের দশ-বারোটি বড় বড় শহরজুড়ে এই সংগঠনের কর্মকাণ্ড বিস্তৃত।
পাশাপাশি এ সংগঠন বিভিন্নধরণের সমাজ সেবামূলক কর্ম এবং আর্ত মানবতার সেবায় সর্বদাই সক্রিয়। অনেক নামীদামী ক্রিকেটারগণ এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে সম্পৃক্ত। মূলত, ক্রিকেট বিনোদন নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও এখন বহুমুখী প্রকল্প নিয়ে সংগঠনটির সেবার পরিধি বিস্তৃত।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি