মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:০১, ৫ মার্চ ২০২৪
সিপিএম টি-২০ সিজন ১১ চ্যাম্পিয়ন এবিএম মৌলভীবাজার
ছবি- আই নিউজ
ফাইনাল ম্যাচে উৎসবমুখর পরিবেশ...। মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন ১১ এর ফাইনাল ম্যাচ। ছক্কা-চার আর উইকেট পতনে জমে ওঠে এই সিজনের শেষ ম্যাচ। জাতীয় দলে খেলা ক্রিকেটাররা ফাইনাল ম্যাচের বাড়তি আকর্ষণ তৈরি করেন।
ফাইনালে সিজন ১১ এর চ্যাম্পিয়ন হয়েছে এবিএম মৌলভীবাজার। রানার আপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ক্রিক ফাইটার্স। আটটি দল নিয়ে লীগ পদ্ধতিতে শুরু হয়েছিল টি-২০ ফরম্যাটের এই আয়োজন।
ফাইনাল খেলায় ক্রিক ফাইটার্স বনাম এবিএম মৌলভীবাজার মুখোমুখি হয়। সদ্য জাতীয় দলে খেলা মুনীম শাহরিয়ার ও আরিফুল হক এই ম্যাচে খেলেন। ম্যাচে ১৫.৪ ওভারে ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করে এবিএম মৌলভীবাজার।
ফাইনালের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ সৈয়দ সেলিম হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সিপিএএম উপদেষ্টা মনোয়ার আহমদ রহমান, সিপিএএম সদস্য দেলোয়ার মজুমদার চমন, সিপিএএম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন।
সভাপতিত্ব করেন সিপিএএম মৌলভীবাজারের সভাপতি ফয়েজ উর রহমান সোহেল।
ট্রফি হাতে রানার-আপ ক্রিক ফাইটার্স। ছবি আই নিউজ
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিএএম যুগ্ম সাধারণ সম্পাদক এম সৌদ আল সুফিয়ান।
টুর্নামেন্ট পরিচাল কমিটির আহব্বায়ক গাজী আবেদ, সদস্য সচিব নিয়াজ খান ও তানভীর শিপুর তত্বাবধানে টুর্নামেন্ট পরিচালিত হয়।
খেলার শুরুতে টসে হেরে ব্যাট করে ক্রিক ফাইটার্স। ১৯.৪ ওভারে ১৫৯ রানে অল আউট হয়। নয়ন ২৬ রান, শাহান ২৩ রান, হানজালা ২০, সাকি ১৮ রান করেন। প্রতিপক্ষ এবি এম-এর রেজোয়ান ৫ উইকেট এবং রুয়েল মিয়া ২ উইকেট নেন।
জবাবে এবি এম মাত্র ৩ উইকেটের বিনিময়ে ১৫.৪ ওভারে জয় নিশ্চিত করেন। ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন এবি এম। দলীয় অধিনায়ক রাহুল অপরাজিত ৬৪* রান করেন। ফাহিম ৪৬ রান ও জাতীয় দলের আরিফুল ১৫ বলে অপরাজিত ৩০* রান করেন।
সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন ১১-এর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হানজালা। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন রেজোয়ান। সেরা বোলার নাইম ও সেরা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন কাওসার।
জাতীয় দলে খেলা আরিফুল হক বলেন, আমরা সারাদেশে বিভিন্ন মাঠে খেলি। মৌলভীবাজারের দর্শকরা ভিন্ন। এখানে স্লেজিং নেই। কোনো ডিস্টার্ব নেই। দর্শকরা খুবই ভদ্র।
আই নিউজ/এইচএ
সিপিএএম-এর আরো খবর :
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’