ইমরান আল মামুন
সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
আজকে আলোচনার মূল প্রসঙ্গে রয়েছে সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ সম্পর্কে। এছাড়াও আপনারা এই কলেজের ইতিহাস এমনকি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। যারা সিলেট মেডিকেল কলেজে এডমিশন নিতে ইচ্ছুক অথবা এ কলেজ সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে বড় হয়ে থাকতে হওয়া। তারমধ্যে বেশিরভাগ শিক্ষার্থীর ইচ্ছা থাকে ঢাকা মেডিকেল কলেজ। কিন্তু তারপরেই স্থান দখল করে নিয়েছে সিলেট মেডিকেল। ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে থাকে অনেক শিক্ষার্থীরা। আসন সংখ্যা নির্দিষ্ট হওয়ার কারণে ভর্তি হতে পারেনা যার কারণে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এডমিশন দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যতগুলো শিক্ষার্থী এখানে ভর্তি করানো হয় সবগুলোই ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়ে থাকে। আবার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয় শিক্ষার্থীদের। যেমন নির্দিষ্ট পয়েন্টের নিচে এখানে আবেদন করতে পারবেন না এবং বেশ কিছু বিষয় থাকতে হবে। আজকে আমরা এ বিষয় সম্পর্কে আপনাদেরকে শেষ পর্যন্ত তুলে ধরব।
সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
সিলেট মেডিকেল মূলত সরকারি কলেজ, এখানে ভর্তি হওয়ার জন্য অন্যান্য সরকারি কলেজের মত নিয়ম কানুন মেনে চলতে হয়। তেমনি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম কানুন মেনে চলতে হয়। তবে সকল সরকারি মেডিকেল কলেজের ভর্তি যোগ্যতা একই। এখন আমরা এই ভর্তি যোগ্যতা সম্পর্কে জানব।
এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় সর্বমোট ৯ পয়েন্ট থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষাতে ৪ পয়েন্ট এর কম থাকা যাবে না। আর শিক্ষার্থীদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগ পাশে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অবশ্যই জীবিকার বিষয় থাকতে হবে শিক্ষার্থীদের। এ বিষয়ে না থাকে তাহলে কোন শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলেও আবেদন করার সুযোগ পাবে না। আর অবশ্যই জীব বিজ্ঞানের ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে।
এই ছিল সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩। অন্যদিকে উপজাতি জনগোষ্ঠীর জন্য সর্বমোট ৮ পয়েন্ট হলে এখানে আবেদন করতে পারবেন। বাকি সকল নিয়মগুলো একই। শিক্ষার্থীদের আবেদনের পূর্বে অবশ্যই এ সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে।
এক নজরে সিলেট মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়
এই কলেজটি শুধুমাত্র একটি কলেজ নয় বরং একটি হাসপাতাল যেখানে প্রচুর মানুষ সেবা গ্রহণ করে থাকে। সিলেট বিভাগের সেরা হাসপাতালের তালিকায় স্থান দখল করে নিয়েছে এটি। সম্পূর্ণ নাম হচ্ছে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মূলত মুক্তিযুদ্ধে অবদানকারী আতাউল গনি ওসমানী নাম অনুসারে এই মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে। যদিও এই কলেজটি প্রতিষ্ঠা করা হয় 1962 সালে। পরবর্তী সময়ে এটি নামকরণ করা হয় উসমানী মেডিকেল কলেজ। এখানে শিক্ষার্থীরা পাঁচ বছর মেয়াদী এমবিবিএস করতে পারে। এছাড়াও ইন্টার্নালশিপ করার সুযোগ রয়েছে এখানে। ২০১২ সাল থেকে সর্বপ্রথম পাঁচ বছর মেয়াদী ডেন্টাল ডিগ্রী চালু করা হয়েছে। আর এ যাত্রা শুরু হয় ৫২ জন শিক্ষার্থীর মাধ্যমে। এই কলেজ এবং হাসপাতালে অবস্থিত সিলেট শহরের উত্তর-পূর্বেদিকে কাজল শাহ নামক এলাকায়।
মেডিকেল কলেজের অবকাঠামো
আমরা সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা থানার পাশাপাশি এর অবকাশ আমার সম্পর্কেও জানব। আমরা এর বিভিন্ন অবকাঠানো সম্পর্কে জেনে নেই।
ভবনসমূহ
- পুরাতন ক্যাম্পাস
- আদর্শ পরিবার পরিকল্পনা ক্লিনিক
- নিউক্লিয়ার মেডিসিন সেন্টার
- নতুন ক্যাম্পাস
- ডেন্টাল ইউনিট
- সিলেট নার্সিং কলেজ
মূল ক্যাম্পাসের অবকাঠামো
- তিন-তলা কলেজ ভবন কমপ্লেক্স
- দ্বিতল ভবনের ডেন্টাল ইউনিট
- ১০০০ শয্যাবিশিষ্ট ৫ তলা
শিক্ষার্থী নিবাস
ছাত্রদের নিবাস
শহীদ ডা. শামসুদ্দীন আহমেদ ছাত্রাবাস
হযরত শাহজালাল হোস্টেল
আবু সিনা হোস্টেল
কর্নেল জিয়া হোস্টেল
শহীদ ডা. মিলন ইন্টার্ন হোস্টেল
ছাত্রীদের নিবাস
দিলরুবা বেগম হোস্টেল
হযরত শাহ পরান হোস্টেল
ইন্টার্ন হোস্টেল (প্রমীলা)
শ্যামল কান্তি লালা হোস্টেল
বিভাগ ও অনুষদ
এখন আমরা জানবো এখানকার বিভিন্ন অনুষদ এবং বিভাগসহ নানা ধরনের বিষয়গুলো সম্পর্কে। কারণ সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা সম্পর্কে জানার সাথে সাথে এগুলো অনুসার সম্পর্কেও জানা দরকার। যাতে করে আপনি আপনার কাঙ্খিত অনুষদ নির্বাচিত করতে পারেন এবং কলেজ সম্পর্কে সকল কিছু ধারণা নিতে পারেন।
এম. ফিল
- এনাটমি
- প্রাণরসায়ন
- ফার্মাকোলজি
- অণুজীববিজ্ঞান
- প্যাথোলজি
এম. এস
- জেনারেল সার্জারি
- গাইনী এন্ড অবস
- পেডায়েট্রিক সার্জারি
- অর্থো-সার্জারি
- অপথ্যালমলজি
- ইউরোলজি
এম. ডি.
- ইন্টারনাল মেডিসিন
- ডার্মাটলজি
- কার্ডিওলজি
- পেডায়েট্রিক্স
- সাইকিয়াট্রি
- রেডিওলজি
ডিপ্লোমা
- ফরেনসিক মেডিসিন
- এনেস্থেসিয়া
গবেষণাগার
- এনাটমি-১
- ফিজিওলজি-২
- ফার্মাকোলজি-২
- প্যাথোলজি-৪
- বায়োকেমিস্ট্রি-২
- মাইক্রোবায়োলজি-২
এ প্রতিবেদনের মাধ্যমে আপনারা সিলেট মেডিকেল কলেজ ভর্তি যোগ্যতা সম্পর্কে জানার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ সকল বিষয় সম্পর্কে জানবেন। আরো অন্যান্য কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় সফল তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩