আই নিউজ ডেস্ক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি*স্ফোরণে নি হ ত বেড়ে ১৩ জন
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ১৩ মার্চ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ*গ্ধ আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যু হয়েছে। ফলে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় মশিউর রহমানের (২২)।
মৃত্যুর বিষয়টি জানিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘গাজীপুরে গ্যাসের আগুনে মশিউর রহমান নামে একজন দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
‘এ নিয়ে আজ (মঙ্গলবার) রাত পর্যন্ত ১৩ জন মারা গেলেন। চিকিৎসাধীন আছেন ১৫ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। চারজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।’
মশিউর রহমানের বাবা হামিদুল মিয়া বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পারুলিয়া গ্রামে। মশিউর গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। আমার ছেলে এটিএস নামে একটি পোশাক কারখানায় কাজ করত।’
গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জনের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়।
তেলিরচালার টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী শ্রমিক কলোনি তৈরি করে ভাড়া দিয়েছিলেন। তার বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের দোকান থেকে নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসেন তিনি। বাড়িতে সেটি লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন তিনি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে মারেন বাইরে।
ওই সময় আশপাশে থাকা শিশু, নারী ও পথচারীর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৪ জন দগ্ধ হন।
দগ্ধদের কোনাবাড়ী এলাকার একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024