Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ৩ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে অশোক কুমার দেবনাথ।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে অশোক কুমার দেবনাথ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ২০২৪। সংখ্যার গণনায় এগিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। এরমধ্যে রাজনৈতিক সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইসি অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এখনো চিঠি পাইনি।'

অনুমতি ছাড়া করতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, 'যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।'

তিনি আরও বলেন, 'যদি কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।'

অশোক কুমার গণমাধ্যমকর্মীদের জানান, ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আমি এবং আমাদের যুগ্ম সচিবরা কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় আমাদের কাছে জানার ছিল। সেই বিষয়গুলো আমরা জানিয়েছি।

ইইউ টিমে ছিলেন-ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়