Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ঢাকা:

প্রকাশিত: ১৮:২৬, ৩১ আগস্ট ২০২২

আরও টেকসই হয়ে এগিয়ে যাচ্ছে দেশের বস্ত্রখাত

কোভিডকালীন প্রাদুর্ভাবের সময় বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চালু রেখেছে বস্ত্রখাত

কোভিডকালীন প্রাদুর্ভাবের সময় বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চালু রেখেছে বস্ত্রখাত

আন্তর্জাতিক প্রদর্শনী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের বস্ত্রখাত আরও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বুধবার ( ৩১ আগস্ট) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পাটমন্ত্রী।

বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের বস্ত্রখাতকে যুগোপযোগী ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষম হিসেবে তৈরি করতে নানামুখী নীতিমালা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্রণোদনার কারণে বস্ত্রখাত জাতীয় রপ্তানির ধারাকে করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাবমুক্ত রাখতে সক্ষম হয়েছে। বস্ত্রশিল্পের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বেগবান করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

চা শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার পোশাকখাতে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন করে বেসরকারি খাতকে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করছে। এ খাতের ব্যবসাকে সহজতর করার জন্য নীতি সহায়তা প্রদান, অবকাঠামো সুবিধা বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে দৃঢ় সহায়তার ভূমিকা পালন করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বন্দরে সুবিধা বাড়ানো, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা, চট্টগ্রাম ও মোংলা বন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়ান হয়েছে। এছাড়াও দ্রুত ও পরিকল্পিত শিল্পায়ন ও উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।

দেশে দুর্নীতিতে ২য় অবস্থানে পাসপোর্ট খাত

দেশের সাশ্রয়ী বিশাল শ্রমশক্তি, উন্নত প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ-জ্বালানি এবং দক্ষ মানবসম্পদগুলোর সমন্বয়ে বস্ত্রখাত আরও দক্ষভাবে গড়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিজিএমইএ-এর প্রেসিডেন্ট ফারুখ হাসান, বিকেএমইএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়