Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ৩০ মে ২০২৩

ইসি থেকে শোকজ পেলেন সিলেটের আনোয়ারুজ্জামান-বাবুল

সিসিক নির্বাচনে দুই আলোচিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নজরুল ইসলাম বাবুল।

সিসিক নির্বাচনে দুই আলোচিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নজরুল ইসলাম বাবুল।

দিন যতো ঘনিয়ে আসছে ততো উত্তপ্ত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের হালচরিত্র। এরিমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সিলেট সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (৩০ মে) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে এই নোটিশ দেয়া হয়েছে।

সিসিকের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আচরণ বিধিমালা ৩২ বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিন কার্য দিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়