সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫
উৎসবমুখর পরিবেশে শাবির ৩০টি মণ্ডপে চলছে সরস্বতী পূজা
পূজা উদযাপন করছেন শাবির সমাজবিজ্ঞান বিভাগ।
উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে মোট ৩০টি মণ্ডপে এই উৎসব পালন করছেন শাবিপ্রবির সনাতন ধর্মের শিক্ষর্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর পুষ্প অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজন চলবে দিনব্যাপি এই আয়োজনে।
হিন্দু শাস্ত্র মতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়।
শিক্ষার্থীরা জানান, সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। শুভ্র বসন, হংস-সম্বলিত, পুস্তক ও বীণাধারিণী এই দেবী বাঙালির মানসলোকে এমন এক প্রতিমূর্তিতে বিরাজিত, যেখানে কোনো অন্ধকার নেই, নেই অজ্ঞতা বা সংস্কারের কালো ছায়া। তাই জ্ঞানদায়িনী মা বিদ্যার দেবী সরস্বতীর কাছে, জ্ঞান বৃদ্ধির পাশাপাশি জীবনের সর্বাজ্ঞীণ মঙ্গলের জন্য আর্জি জানিয়েছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৮টি বিভাগের ২৬টি মণ্ডপ, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, সনাতন বিদ্যার্থী সংসদ, শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, কর্মকর্তা-কর্মচারীদেরসহ মোট ৩০টি পূজা মণ্ডপ স্থাপিত হয়।
শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী দ্রুব সরকার বলেন, আমাদের হিন্দু ধর্মের একটি অন্যতম পূজা হল সরস্বতী। প্রতিবছরের ন্যায় এবছরও খুবই উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে শাবিতে পূজা উদ্যাপন করা হচ্ছে। জ্ঞান বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য ও দেশের সুন্দর স্বাভাবিক পরিবেশ, নিজের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করেছি বিদ্যার দেবী মা-সরস্বতীর কাছে। পাশাপাশি মা-বাবা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখে তা যেন বাস্তবায়ন করতে পারি তার আর্জি জানিয়েছি।
শাবিপ্রবি কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাশি বলেন, উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে মোট ৩০টি মণ্ডপে পূজা উদ্যাপন হচ্ছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে এক অন্যরকম আমেজ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুখলেসুর রহমান বলেন, সকলের অংশগ্রহণে সুশৃঙ্খল পরিবেশে পূজা উদ্যাপন করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ কাজ করছে। আশা করছি সুশৃঙ্খল পরিবেশে সুন্দরভাবেই পূজা পালিত হবে।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩