Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ২ আগস্ট ২০২২
আপডেট: ২০:৪০, ২ আগস্ট ২০২২

কমলগঞ্জে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রায় ৩৫-৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।

প্রায় ৩৫-৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার নাগড়া গ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কমলগঞ্জ ইউনিটের সভাপতি সিনিয়র সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয় এর বাগান বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় তাজ্জব বনে গেছেন সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টায় সাংবাদিক সঞ্জয় নিজ গ্রামের বাগান বাড়িতে গেলে চুরির বিষয়টি দেখতে পান। চোরচক্র চুরি করে প্রায় ৩৫-৪০ হাজার টাকার মালামাল চুরি করেছে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কমলগঞ্জ ইউনিটের সভাপতি সিনিয়র সাংবাদিক সঞ্জয়ের গ্রামের বাড়িতে কেউ না থাকার কারণে চোরচক্র পরিকল্পিতভাবে বাড়ির পেছনের দিকের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে পেছনের ঘরের ভেন্টিলেটার ও দরজা ভেঙ্গে মূল ঘরে প্রবেশ করে।

এসময় ঘরে থাকা কাঠের আসবাবপত্রের সব লক ভেঙ্গে এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে চোরচক্র। ঘরে থাকা দেবতার পূজার পিতলের জিনিসপত্র, ফ্যান সহ প্রায় ৩৫-৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।

ঘটনাটি কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানকে জানানো হয়েছে। ওসির নির্দেশে এসআই বিজয় প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালিক কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়ের নাগড়াস্থ বাড়িতে পরিকল্পিত ডাকাতি সংঘটিত হয়। এর পরে তিনি সেই বাড়িটি ছেড়ে ভানুগাছ বাজারে নতুন বাসা নিয়ে বসবাস করছেন।

কমলগঞ্জ থানার এসআই বিজয় প্রসাদ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়