Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১১ আগস্ট ২০২২
আপডেট: ২০:০৬, ১১ আগস্ট ২০২২

কাউয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের জরুরি বৈঠক

মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে জরুরী বৈঠক করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের বাসভবনে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে হাওরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় ৩৫টি গ্রামের ৫ শতাধিক কৃষক মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কৃষি ও কৃষক রক্ষা কমিটি মৌলভীবাজার৷ পরে মিছিল সহকারে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতা ও কৃষকরা স্মারকলিপি প্রদান করে। এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জলাবদ্ধতা নিরসনের মৌখিক আশ্বাস দেন৷ 

বিকেলে কৃষকদের দাবির প্রেক্ষিতে হাওরে জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক কৃষকদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন। আমন চাষে কোনো বাঁধা  হতে দেয়া যাবে না বলে মত প্রকাশ করেন৷ এবং আগামী ১০ দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য করনীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি৷

বৈঠকে পানি উন্নয়ন বোর্ড জানায়, কাসিমপুর পাম্প হাউজে বিদ্যুৎ ঘাটতির কারনে সব পাম্প চালু করা যাচ্ছে না। তাৎক্ষণিক জেলা প্রশাসক উর্ধ্বতন অফিসে কথা বলে কাসিমপুর পাম্প হাউজের জন্য আরও ২ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবস্থা করবেন৷ 

বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রকৌশলী জানান, আগামী ১০ দিন কাশিমপুর পাম্প হাউজে রাত ১১ টা থেকে পর দিন বিকাল ৫টা পর্যন্ত সব পাম্প সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। দ্রুত হাওরাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে তদারকির জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট অফিস প্রতিনিধিসহ কৃষক প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনে অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানাকে নির্দেশনা দেওয়া হয়৷

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো আক্তাররজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, পিডিবি নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাশার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের সহ-প্রকৌশলী (মেকানিক) মো. সাইফুল ইসলাম, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পান্না দও, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসানাত কামাল, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিনুর রশিদ জুবায়ের, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব প্রমুখ।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

কাশিমপুর পাম্প হাউজ সচল রাখার দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ || Eye News || Moulvibazar

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়