Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সাজু মারছিয়াং শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ২৩ আগস্ট ২০২২
আপডেট: ০০:২১, ২৪ আগস্ট ২০২২

কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকদের একাংশ, বাকিরা বিক্ষোভে

কাজে যোগ দেওয়ার পর চা-পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। - ছবি : আইনিউজ

কাজে যোগ দেওয়ার পর চা-পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। - ছবি : আইনিউজ

প্রধানমন্ত্রীর আশ্বাসে রণেভঙ্গ দিয়েছেন মৌলভীবাজারের চা শ্রমিকদের বড় একটা অংশ। শ্রম অসন্তোষের মধ্যেই মৌলভীবাজার বিভিন্ন চা-বাগানে কাজে যোগ দিয়েছেন তারা।

এদিকে বাগানে বাগানে গিয়ে চা–শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানাচ্ছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

তারা চা–শ্রমিকদের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেন। কাজে ফেরার অনুরোধ জানান। সাথে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজীব মাহমুদ।

সরেজমিনে দেখা যায়, লাগাতার আন্দোলন ও কর্মবিরতি প্রত্যাহার করে ১২০ টাকা মজুরিতে সোমবার (২২ আগস্ট) সকাল থেকে চা শ্রমিকদের বড় একটা অংশ কাজে যোগ দিয়েছেন। তাদের আশা, শিগগির প্রধানমন্ত্রী তাদের নতুন মজুরি ঘোষণা করবেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) শ্রমিকরা বলছেন, আমাদের মাঝে ডিসি, এসপিসহ সবাই এসেছেন। আমরা খুশী হয়ে আজ কাজে ফিরছি।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমরা আশা রাখছি শ্রমিকরা কাজে ফিরবে। কোন ষড়যন্ত্রই তাঁদের রুখতে পারবেনা। 

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা শ্রমিকদের সব ধরনের নিরাপত্তার বিষয়টি দেখবো। তবে দেখা গেছে ভিন্ন চিত্রও। বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে ধর্মঘট পালন পালন অব্যাহত রেখেছেন বিভিন্ন বাগানের চা–শ্রমিকেরা। 

প্রসঙ্গত- ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে মৌলভীবাজার জেলাসহ দেশের সকল চা শ্রমিকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। কিন্তু মালিক পক্ষ তাদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে নামেন । ফলে বন্ধ হয়ে যায় বাগানের পাতা উত্তোলনসহ ফ্যাক্টরির চা উৎপাদন। শ্রমিকরা কাজ বন্ধ করে বাগানের ভেতরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘আমরা রোববার রাতে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে একটা সুন্দর সমাধান করেছিলাম। শ্রমিকেরা প্রধানমন্ত্রীর কথা শুনতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী কয়েক দিনের ভেতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলে ন্যায্য মজুরি নির্ধারণ করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিকেরা চা–বাগানকে ভালোবেসে কাজে ফিরুক।

তাঁদের সব দাবি বিবেচনা করে মানা হবে। আজ সকাল থেকে জেলার অনেক চা–বাগানে কাজ শুরু হয়েছে। শ্রীমঙ্গলেও চা–শ্রমিকেরা কাজ করতে চাচ্ছেন, কিন্তু কিছু দুষ্কৃতকারী তাঁদের যেতে বাধা দিচ্ছে। শ্রমিকদের উসকাচ্ছে। আমরা সাধারণ শ্রমিকদের কাজে যেতে অনুরোধ করছি, তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।’

২১ আগস্ট রাতে জেলা প্রশাসন, শ্রমদপ্তরের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে ১২০ টাকা মজুরি রেখেই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রস্তাব মেনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইউনিয়নের নেতারা। এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আবারও কর্মবিরতিতে রয়েছেন শ্রমিকদের একটি অংশ।

আইনিউজ/এসএম/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News

মৌলভীবাজারে বিশেষ পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু চাষ হচ্ছে | Honey Farming Process in Bangla

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়