Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৪:০১, ১৮ আগস্ট ২০২২

কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, অন্তত ২০ মৃত্যু!

যদিও কাবুল পুলিশ বলছে, তিনজন মারা গেছেন

যদিও কাবুল পুলিশ বলছে, তিনজন মারা গেছেন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে নামাজরত অবস্থায় বোমা বিস্ফোরণে অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা।

যদিও কাবুল পুলিশ বলছে, তিনজন মারা গেছেন। ঘটনায় শিশুসহ আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ২০ জন নিহত হওয়ার খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

গতকাল বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় এই হামলা হয়। কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে ইতালির বেসরকারি সংস্থা (এনজিও) ইমার্জেন্সি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণে আহত ২৭ জন রোগীর চিকিৎসা করছেন তারা। এর মধ্যে তিনজন মারা গেছে। আর আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

বার্তা সংস্থা এএফপি’কে ইমেলের মাধ্যমে ইমারজেন্সি জানিয়েছে, ‘আমরা ৩টি প্রাণহানির ঘটনা নথিভুক্ত করেছি।’

তবে একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, ‘বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।’ এদিকে এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করেননি তিনি। এক টুইট বার্তায় মুজাহিদ বলেছেন, ‘বেসামরিক ব্যক্তিদের হত্যাকারীরা ... শীঘ্রই তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।’

আইনিউজ/এইচএ


আইনিউজে আরও পড়ুন-

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

কিভাবে করবেন IELTS কোর্স? কোথায় করবেন? IELTS preparation full course || Eye News || Speaking | British Council Hexas Moulovibazar

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়