Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ১০ আগস্ট ২০২২

কুলাউড়ায়

কলেজ ক্যাম্পাসে ঢুকে ভিডিও বানানোর সময় ২ ‘টিকটকার’ আটক

তারা কলেজের ছাত্র দাবি করলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেনি

তারা কলেজের ছাত্র দাবি করলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেনি

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে পাঠদানের সময় অযথা ঘোরাফেরা ও  টিকটক ভিডিও করার সময় বহিরাগত দুই ‘টিকটকার’ কিশোরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন কলেজ কর্তৃপক্ষ। বুধবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে সরকারি কলেজক্যাম্পাস থেকে ওই যুবকদের গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, পৌর এলাকার দক্ষিণ রেলকলোনীর বাসিন্দা ইমন আহমদ (২০) ও জয়পাশা এলাকার তৌফিকুর রহমান (১৮)।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ আগস্ট) সকালে সরকারি কলেজে পাঠদান চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে ইমন ও তৌফিক। এ সময় তারা কলেজ ক্যাম্পাসে অযথা ঘোরাফেরা ও স্মার্টফোনে টিকটক ভিডিও তৈরি ও ছবি তোলতে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। তখন তারা কলেজের ছাত্র দাবি করলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় ওই দুই যুবককে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার জন্য বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানসহ শিক্ষকরা। কিন্তু তৌফিক ও ইমন উল্টো ভারপ্রাপ্ত অধ্যক্ষসহশিক্ষকদের সাথে অশালীন আচরণ ও ক্যাম্পাসে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। পরে কলেজে তাদের আটকে রেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান আইনিউজকে বলেন, কলেজ ক্যাম্পাসে দুই যুবক সন্দেহজনক ঘোরাফেরা ও মোবাইলে নানা অঙ্গিভঙ্গি করে টিকটকে ভিডিও ধারণ এবং কলেজের ছবি তোলছিলো। তাদের পরিচয় জানতে চাইলে উল্টো আমাদের সাথে অশোভ্ন আচরণ শুরু করে। পরে তাদের আটকে রেখে পুলিশের কাছে দিয়েছি। এরা কোন শিক্ষার্থী নয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজে ঢুকে বখাটেপনা করার দায়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ১৫১ ধারায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

খুন আইনিউজের ভিডিও গ্যালারি

ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station

রাত ৮টায় দোকান বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা || Eye News

শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়