নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:২৮, ৩০ জুলাই ২০২২
ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু
‘গেটম্যান নামাজে ছিলেন’ : গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার সময় বড়তাকিয়া রেলক্রসিংয়ের গেটম্যান অনুপস্থিত ছিলেন
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গত শুক্রবারে (২৯ জুলাই) মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যুর ঘটনায় গেটম্যান মো. সাদ্দামকে আসামি করে সিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে পুলিশ। ঘটনার দিন রাতেই এএসআই জহির বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ৩০৪ ধারায় মামলাটি দায়ের করেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিমউদ্দিন এই খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার সময় বড়তাকিয়া রেলক্রসিংয়ের গেটম্যান অনুপস্থিত ছিলেন এবং গেটে কোনো প্রতিবন্ধকতা ছিল না। গেটম্যান সাদ্দাম নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) মীরসরাই উপজেলায় ঘটা এই দুর্ঘটনার প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন দুর্ঘটনার সময় বড়তাকিয়া রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। যদিও রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ প্রত্যক্ষ্যদর্শীদের এ দাবি মিথ্যা বলেছেন। রেল কতৃপক্ষের উলটো দাবি গেটম্যান বাঁশ ফেলে লাল পতাকা উঁচিয়ে ট্রেন আসার সংকেত দিলেও মাইক্রোবাসের চালক তা না মেনে রেললাইনে গাড়ি তুলে দেয়। এতে দুর্ঘটনা ঘটে।
এদিকে সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ খোরশেদ আলমও গণমাধ্যমকে ঘটনার ব্যাপারে তথ্য দিতে গিয়ে বলেছেন, সেখানে কোনো লাইনম্যান ছিলেন না। সড়কের ওপর লেভেল ক্রসিংয়ে সিগন্যাল ছিল না। এই কারণে কোনো ধরনের বাধা ছাড়াই রেললাইনের ওপর উঠে যায় মাইক্রোবাসটি।
শুক্রবার (২৯ জুলাই) বিকেলে বড়তাকিয়া রেলক্রসিংয়ের গেটম্যান মো. সাদ্দামকে রেলওয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়।
রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, রেল পুলিশ এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। গেটম্যানকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের কাছে রেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া একটি মাইক্রোবাসে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। মাইক্রোবাসে ১৫ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১১ জন মারা যান। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার সময় বড়তাকিয়া রেলক্রসিংয়ের গেটম্যান অনুপস্থিত ছিলেন এবং গেটে কোনো প্রতিবন্ধকতা ছিল না। গেটম্যান সাদ্দাম নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন।
দুর্ঘটনার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি সেখানে আটকা ছিল। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগও কার্যত বন্ধ ছিল। বিকেল পৌনে ৫টার দিকে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
আইনিউজ/এইচএ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024