Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

প্রকাশিত: ১২:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ছাত্রী অপহরণ করে পালিয়েছিলেন জঙ্গলে, গৃহশিক্ষক গ্রেফতার 

গ্রেফতার হওয়া গৃহশিক্ষক শহীদুল। ছবি- আই নিউজ

গ্রেফতার হওয়া গৃহশিক্ষক শহীদুল। ছবি- আই নিউজ

খাগড়াছড়ির হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তায় আলীপুর সাকিনের দুর্গম পাহাড়ের গহীন জঙ্গল থেকে শহিদুল ইসলাম (২২) নামে এক গৃহশিক্ষককে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। গত ২৫ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্রীকে অপহরণের মামলা রয়েছে। 

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। আটক গৃহশিক্ষক শহিদুল মানিকছড়ি উপজেলার শমসের আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গৃহশিক্ষক শহিদুল রাণীশংকৈল উপজেলার রায়পুর গ্রামের মহিদুরের বাড়িতে তার মেয়েকে পড়াতেন। গত ২১ ফেব্রুয়ারি গৃহশিক্ষক শহিদুল ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই দিনেই মেয়ের বাবা মহিদুর বাদী হয়ে রাণীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে রাণীশংকৈল থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রেজাউল হকের নেতৃত্বে এবং থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সকে পাঠিয়ে গত ২৫ ফেব্রুয়ারী খাগরাছড়ি'র মানিকছড়ির দুর্গম পাহাড়ের গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করে। 

পরদিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভিকটিমের ২২ ধারার জবানবন্দী শেষে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে রাণীশংকৈল থানার ওসি জানান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়