হেলাল আহমেদ
জাতীয় দলের নতুন নির্বাচক
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। ছবি- সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক কে তা নিয়ে এখন দেশে জোড় গুঞ্জন চলছে। আগের মেয়াদে এ দায়িত্বে থাকা মিনহাজ আবেদিন-হাবিবুল বাশারকে সরিয়ে নিয়োগ দেওয়া হয়েছে নতুন নির্বাচক। নির্বাচক হিসেবে ডাক পেয়েছেন আব্দুর রাজ্জাক, হান্নান। আর বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে।
গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভাশেষে জাতীয় দলের নতুন নির্বাচক নিয়ে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল জাতীয় দলের নতুন নির্বাচক নিয়ে। কে হতে পারেন প্রধান নির্বাচক তা নিয়েও ছিল নানা প্রশ্ন। তবে, সবশেষে প্রধান নির্বাচক করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়ায় অনেকেই একে সাধুবাদ জানাচ্ছেন। কেননা, এর আগে থেকেও লিপু নানাভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে আগের নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়। এরপর বোর্ডের চাওয়াতে এতদিন ধরে কাজ করছিলেন তারা। এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচক প্যানেল থেকে ইতি ঘটলো। যদিও বিসিবি সভাপতি জানিয়েছেন, সুবিধাজনক জায়গায় চাকরি দিয়ে বিসিবিতেই রাখা হবে নান্নু ও সুমনকে। তবে, সেটা কোন পদে বা তাঁদের দায়িত্ব কী হবে তা নিয়ে জানানো হয়নি কিছুই।
পাপন বলেছেন, পাপন বলেন, ‘বোর্ড এপ্রিশিয়েট করেছে আমাদের ক্রিকেটে তাদের অবদান। এবং আমরা সকলে একবাক্যে স্বীকার করেছি আমরা খুবই খুশি তাদের অবদানে। কিন্তু আমরা তাদেরকে হারাতেও চাই না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে বোর্ডের অন্য সুইটেবল পজিশনে দুজনকেই রাখবো।’
বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আরও বলেছেন, ‘যে কয়টা নাম এসেছিল আমাদের কাছে, তাদের মধ্যে তাকে (লিপু) সেরা মনে হয়েছে। কাজেই সেটা নিয়ে খুব একটা তর্ক হয়নি। উনি রাজি আছেন জানার পর আমরা একবাক্যে স্বীকার করে নিলাম ওনাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেব।’
বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে, পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে অভিষেক হয় লিপুর। একই সঙ্গে দলকে নেতৃত্বও দেন তিনি। অর্থাৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু।
বাংলাদেশের ক্রিকেটের ঊষালগ্নে লীপু সবচেয়ে দীর্ঘস্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন। মার্চ, ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন। এর ১৯৯০-এর গ্রীষ্মকালে আইসিসি ট্রফি প্রতিযোগিতা পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন।
লীপুর অধিনায়কত্বের কালে বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যায়। জাতীয় দলকে তিনি উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে না পারলেও নব্বই দশকে মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, আকরাম খান, গোলাম নওশের প্রিন্স, আমিনুল ইসলাম বুলবুলের মতো বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারের আত্মপ্রকাশ ঘটে। সেই লিপু জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ায় তাই এটিকে শুভলক্ষণ হিসেবেই দেখছেন নেটিজেনরা।
এদিকে জাতীয় দলের নতুন নির্বাচক হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদেরকে যোগ্যতার বিচারে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা