আই নিউজ ডেস্ক
জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসে আলোচনা সভায় রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসে শনিবার (৩০ ডিসেম্বর) এক আলোচনা সভা ও অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭০ টির অধিক দেশে বিপুল সংখ্যাক বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে।
রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে আরো বেশি দেশপ্রেম , নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসকে সামনে রেখে এ বছর সিআইপি (অনাবাসী বাংলাদেশি) হিসেবে যাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন জাপান প্রবাসী রয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতে এ ক্ষেত্রে জাপান প্রবাসীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
তিনি জাপানের ক্রমবর্ধমান বিদেশী শ্রমিকের চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী এনে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হয়ে নিজেদের পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিতকরণসহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনৈতিক দৃঢতা সুনিশ্চিত করার জন্য সভায় অংশগ্রহণকারীসহ জাপান প্রবাসী বাংলাদেশিদের নিকট উদাত্ত আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে অভিবাসী দিবস এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও ও সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার গুরুত্ব ও তাৎপর্য, অভিবাসীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং জাপানে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদিন।
পরে, অতিথিরা উন্মুক্ত আলোচলায় অংশগ্রহণ করে বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।
অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট প্রবাসী (সিআইপি) বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে ১০ জন প্রবাসী বাংলাদেশি দূতাবাসের ওয়ান স্টপ ডেস্কের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থায় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হন।
অনুষ্ঠানে বিভিন্ন কর্মী প্রেরণকারী সংস্থা সমূহের প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, স্টুডেন্ট ভিসায় জাপানে কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও স্টুডেন্ট ভিসায় আগত খন্ডকালীন কাজে নিয়োজিত কর্মী, দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি