Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৩, ১৪ মার্চ ২০২৪

তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আবুল কালাম এর বিরুদ্ধে কালো বাজারে চাল বিক্রির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১০ জন এলাকাবাসীর স্বাক্ষরে এ অভিযোগ দেওয়া হয়। অপরদিকে অভিযোগে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। 

অভিযোগ থেকে জানা যায়,  দক্ষিণ বড়দল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির নিয়োগকৃত ডিলার আবুল কালাম, যার লাইসেন্স নং- ৯৬, গরীব অসহায় মানুষদের চাল উত্তোলন করে সঠিকভাবে ভুক্তভোগীদের না দিয়ে কালো বাজারে চাল বিক্রি করে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করছে। এতে বর্তমান সরকারের ভাব-মূর্তি নষ্ট হচ্ছে। গত ৬ মার্চ জামতলা বাজার থেকে চাল বিক্রি করার সময় জনপ্রতি ৫ কেজি করে চাল কম দিয়ে বিতরণ করে। যা তদন্তের মাধ্যমে প্রামানিত হবে। এমতাবস্থায় আবুল কালামের লাইসেন্স বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় বাসিন্দা সালাম মিয়া, মরম আলী ও হযরত আলী জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অসহায়দের মধ্যে বিতরন না করে কালো বাজারে বিক্রি করে আসছে আমরা এ বিষয়ে প্রতিকার চাই।

অভিযুক্ত ডিলার আবুল কালাম বলেন, আমার বিরুদ্ধে কালো বাজারে চাল বিক্রির বিষয়টি সত্য নয়, আমি কার্ডধারীদের মধ্যেই চাল বিতরণ করে আসছি। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়