Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ৭ আগস্ট ২০২২

দেশে আগে কখনো স্বর্ণের এতো দাম দেখেনি মানুষ!

দেশে ২২ ক্যারেটের সোনার দাম ভরি বর্তমানে ৮৪ হাজার ৩০২ টাকা

দেশে ২২ ক্যারেটের সোনার দাম ভরি বর্তমানে ৮৪ হাজার ৩০২ টাকা

মাত্রা আড়াই মাসের মাঝেই পাঁচ দফায় হু-হু করে বেড়েই চলেছে স্বর্ণের দাম। সর্বশেষ যে দাম নির্ধারণ করা হয়েছে এতো দাম এর আগে কখনো দেখেনি মানুষ। কেননা, স্বর্ণের বর্তমান দাম দেশের ইতিহাসে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (৬ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

দেশে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৫৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩০২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গত মে মাসে ৮২ হাজার ৪৬৬ টাকায় উঠেছিল ২২ ক্যারেট মানের সোনার দাম। দাম বৃদ্ধিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ছিলো এটি। আর গত ৩ দিন আগের (৩ আগস্ট) তৃতীয় সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছিল ৮২ হাজার ৩৪৮ টাকায়ে

শনিবার (৬ আগস্ট) বাজুস ঘোষিত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ৮৪ হাজার ৩০২ টাকা, ২১ ক্যারেটের দাম ৮০ হাজার ৪৫৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৮ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৬ হাজার ৯৫৯ টাকা।

মাত্র তিন দিন আগেও গত ৩ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়।

গত ২৮ জুলাইও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

এর দু’দিন আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই কার্যকর হয়। এছাড়া, গত ২২ মে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৫ টাকা করা হয়েছিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়