Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৯:২১, ৩০ জুলাই ২০২২

নুরুলের বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

নুরুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ২০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেভের এবং সিকান্দার রাজার ঝড়ো ইনিংসে বিশাল রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। মাত্র ৩ উইকেট হারিয়ে ২০ ওভার খেলে ২০৫ রান সংগ্রহ করে তারা।

এর আগে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে নুরুল হাসান সোহানের দল। বোল হাতে শুরুটা দারুণ ছিলো বাংলাদেশের।  ইনিংসের তৃতীয় ওভারেই পেসার মুস্তাফিজুর রহমান তুলে নেন জিম্বাবুয়ের ওপেনার রেগিস চাকাবাহকে। তৃতীয় ওভারের চতুর্থ বলে মুস্তাফিজুর রহমানের ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরে যান চাকাবাহ। আউট হওয়ার আগে ১১ বলে ৮ রান করেন তিনি।

এরপর ক্রেইড আরভিন এবং ওয়েসলি মাধেভের মিলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। তবে এই জুটিকে বড় হতে দেননি মোসাদ্দেক হোসেন সৈকত। ৭ম ওভারে প্রথম বলে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে বোল্ড করেন এই অলরাউন্ডার। আউট হওয়ার আগে ২১ রান করেন আরভিন। স্বাগতিকরা ৪৩ রানে হারায় দ্বিতীয় উইকেট।

তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ওয়েসলি মাধেভের এবং শন উইলিয়ামস তৃতীয় উইকেটে ঝড়ো ৫৬ রানের জুটে গড়লে বড় সংগ্রহের পথে থাকে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে খরুচে ছিলেন প্রায় সব বোলারই। তাসকিন আহমেদ ৪ ওভারে ৪২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এছাড়া নাসুম আহমেদ ৪ ওভারে ৩৮, মোসাদ্দেক হোসেন ৩ ওভারে ২১ রানে এক উইকেট আর শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। টাইগার বোলারদের ভেতর সর্বোচ্চ ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে এই পেসার ৫০ রান দিয়ে নেন দুটি উইকেট।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়