Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

প্রকাশিত: ১৮:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পলিটিক্যাল স্টাডিজ ‘চ্যাম্পিয়ন্স লীগ সিজন-৬’ এর  চ্যাম্পিয়ন `টিম অটোক্র‍্যাট’

চ্যাম্পিয়ন ট্রফি হাতে টিম অটোক্র্যাটের খেলোয়াররা।

চ্যাম্পিয়ন ট্রফি হাতে টিম অটোক্র্যাটের খেলোয়াররা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের ‘চ্যাম্পিয়ন্স লীগ সিজন-৬'এ অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'টিম আটোক্র‍্যাট'।

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে কেবিনেট স্টাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টিম অটোক্র‍্যাট’।

চ্যাম্পিয়ন্স লীগ 'সিজন-৬' এর আয়োজক সুত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছিল। দলগুলো হলো ডাইনামিক ব্যুরোক্র্যাটস (ম্যানেজার- নাজমুল হাসান), টিম অটোক্র্যাট (মুবাশ্বির হাসান), টিম লিবার্টি (রাব্বানী মন্ডল), প্রেশার গ্রুপ (আব্দুল হালিম), কেবিনেট স্টাইকার্স (মোহাইমিন ইসলাম) এবং এফসি ওয়াইল্ড সোলজার্স (মোবাশ্বির বাঙালি বাশার)।

প্রতিটি টিম গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ৪টি টিম সেমি ফাইনালে অংশগ্রহণ করেন। 

টুর্নামেন্টের ফাইনালে খেলার নির্ধারিত ও বর্ধিত সময়ে ০-০ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে ৪-২ গোলে জয় পায় 'টিম অটোক্র‍্যাট'। 

টুর্নামেন্টে 'ম্যান অফ দা টুর্নামেন্ট' ও ম্যান অফ দা ফাইনাল হয়েছে টিম অটোক্র্যাটের মাহবুব আলম ও শুহারাভ, টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দাতা  ও সেরা গোলকিপার হয়েছে যথাক্রমে ক্যাভিনেট স্ট্রাইকার্সের রাজিব সরকার এবং মেহেদী হাসান।

জয়ের আনন্দ সব সময় অসাধারণ। টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, দলগত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই যারা আমাদের টুর্নামেন্ট ব্যাপী সমর্থন দিয়েছেন। টুর্নামেন্টকে সফল করতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউনি ক্যাম্পাসকেও অসংখ্য ধন্যবাদ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এবং অটোক্র্যাটের জার্সি স্পন্সর করে আমাদের পাশে থাকার জন্য।-চ্যাম্পিয়ন টিম অটোক্র্যাটের মালিক মোবাশ্বির হাসান

এর আগে গত ২ফ্রেব্রুয়ারি রবিবার টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.  আশরাফুর রহমান। এরপর বিশ্ববিদ্যালয়ে একটি একটি র‍্যালি বের করেন বিভাগটির শিক্ষার্থীরা। 

এরপর ৩ফেব্রুয়ারি উদ্‌বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে টিম লিবার্টি ও ডায়নামিক ব্যুরোক্র্যাটস। উদ্‌বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ  বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন। তিনি ফিতা কেটে খেলার আনুষ্টানিক উদ্বোধন করেন।

সাগর/আইনিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়