Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ৪ আগস্ট ২০২২
আপডেট: ২০:৪৫, ৪ আগস্ট ২০২২

প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত

দক্ষিণ তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত প্রেমের টানে এসেছিলেন বরিশালে

দক্ষিণ তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত প্রেমের টানে এসেছিলেন বরিশালে

প্রেমের টানে প্রেমকান্ত নামে ভারতের দক্ষিণ তামিলনাড়ুর এক যুবক বরিশালে এসে তার প্রেমিকার “দেশি প্রেমিকের” হাতে মারধরের শিকার হয়েছেন। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ ওই যুবককে ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু প্রেমকান্ত নামেরে ওই যুবক বরিশাল থেকে কোথাও যেতে চাননি বলে জানা গেছে। তিনি কৌশলে সটকে পড়েন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ওই যুবককে বরিশাল নগরীতে ঘুরে বেড়াতে দেখা গেছে। স্থানীয় সংবাদকর্মীরা তার কাছে সাক্ষাৎকার নিতে চাইলে তিনি দ্রুত স্থান পরিবর্তন করেন। পুলিশ ওই যুবককে খুঁজছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার ভারতীয় এই যুবকের বরাত দিয়ে বলেন, “প্রেমকান্ত নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছেন। তিনি শখ করে নৃত্য করেন এবং সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতেন। তার নাচ দেখে মুগ্ধ হন বরিশালের একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ওই ছাত্রীর বাড়ি বরগুনায়। এরপর ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্কের একপর্যায়ে প্রেমকান্ত ভারত থেকে ভিসা নিয়ে বৈধপন্থায় বাংলাদেশের বরিশালে আসেন।”

তিনি আরও বলেন, “প্রেমকান্ত ২৪ জুলাই নগরীর একটি রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে দেখা করেন। কিন্তু ওই মেয়ের সঙ্গে বরিশাল নগরীর আরেকটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি ওই প্রেমিক জানতে পেরে ২৫ জুলাই নগরীর চৌমাথা এলাকায় প্রেমকান্তকে পেয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।”

পুলিশ কর্মকর্তা কমলেশ চন্দ্র বলেন, “এরপর প্রেমকান্তের বিষয়টি ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে জানানো হয়। তারা তার সঙ্গে কথা বলেন এবং ঢাকার দূতাবাসে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানান। তাদের নির্দেশনা মোতাবেক তাকে ৩১ জুলাই ঢাকার বাসে তুলে দেওয়া হয়। এমনকি তাকে ভাড়াও দিয়ে দেই। প্রেমকান্ত জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে বিমানযোগে বাড়িতে ফিরে যাবেন।”

বরিশালে ওই যুবককে দেখা গেছে জানালে ওসি বলেন, “প্রেমকান্ত অন্যকোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত কি-না এখন আমাদের সন্দেহ হচ্ছে। তার অবস্থান নিশ্চিত হলে আমাদের জানাবেন।”

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়