Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ৭ আগস্ট ২০২২
আপডেট: ১২:৩৫, ৭ আগস্ট ২০২২

বন্ধু দিবস আজ, কাছে আছে কী আপনার বন্ধুরা?

২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাই দিনটিকে বিশ্ব বন্ধু দিবস ঘোষণা করে

২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাই দিনটিকে বিশ্ব বন্ধু দিবস ঘোষণা করে

বন্ধু শব্দটির তাৎপর্য বন্ধু বিনে আর কে বুঝে? বন্ধুকে আমরা কেউ বলি প্রাণের বন্ধু, কেউ বলি মায়ার বন্ধু, কেউ আবার আদরের বন্ধু। কেউ কেউ বন্ধুকে গলার মালা করে রেখে দিতে চান। আসলে বন্ধু এবং বন্ধুত্ব মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম। পঞ্জিকার তারিখ অনুযায়ি আজ রবিবার (৭ আগস্ট) বন্ধু দিবস। আজকের এই দিনটি তাই বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ।

গবেষকদের মতে, বন্ধুরা কাছাকাছি থাকলে মানুষের রক্তচাপ স্বাভাবিক থাকে এবং তা রোগ নিরাময়ে ভূমিকা রাখে। আজ বন্ধু দিবস। বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

বন্ধুত্ব সম্পর্ককে সহজ করে। মনের সঙ্গে মনের মিল হলেই শুধু সত্যিকারের বন্ধুত্ব হয়। বন্ধুত্বে অহংকার ও হিংসার স্থান নেই। বন্ধু শব্দটি শুনলেই অন্য রকম অনুভূতি কাজ করে। মনে হয় খুব কাছের কেউ। যার সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়। একে অপরের বিপদে এগিয়ে আসে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যাতে এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু না জেনেবুঝেও আগুনে ঝাঁপ দিতে পারে।

১৯৩০ সালে বিশ্বখ্যাত উপহারসামগ্রী ও কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের প্রতিষ্ঠাতা জয়েস ক্লাইড হল ২ আগস্ট বন্ধু দিবস উদযাপনের বিষয়টি জনসমক্ষে আনেন। পরে র‌্যামন আর্তেমিও ব্রাচো নামের প্যারাগুয়ের এক চিকিৎসক ১৯৫৮ সালের ২০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের প্রস্তাব দিলে তা বেশ সাড়া ফেলে। ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাই দিনটিকে বিশ্ব বন্ধু দিবসই ঘোষণা করে। তবে যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে পালিত হয়।

আরও পড়ুন : আপনার স্ট্যামিনা কম? বেড়ে যাবে এগুলো খেলে

বন্ধু নিয়ে বিখ্যাতদের গাওয়া গান

বন্ধু নিয়ে লেখা গানের সংখ্যাও কম নয়। আমাদের বাংলা গানের ভাণ্ডার খুঁজলেই বেরিয়ে আসবে বন্ধু নিয়ে লেখা সুন্দর সুন্দর সব গান। এরমধ্যে যেই গানগুলোর কথা না বললেই নয় সেগুলো হল-
শুরুতেই বলতে হয় সম্প্রতি প্রায় একযুগ পরে নগর বাউল জেমসের প্রকাশিত গানটির কথা। বন্ধু শিরোনামের এই গানটি জেমস ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছেন। একইসাথে গানটি দিয়ে প্রায় ১ যুগ পর নতুন কোনো গান প্রকাশ করেছেন মাহফুজ আনাম জেমস।

তাছাড়া শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়ার গাওয়া 'বন্ধু তোকে মিস করছি ভীষণ' গানটি কোন বন্ধুই না শুনেছে। এ গানটি বন্ধুবান্ধবরা কেউ কারো থেকে দূরে থাকলে এখনো গেয়ে গেয়ে প্রাণের বন্ধুটিকে স্মরণ করেন।  'শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা' গানটি গেয়েছেন সংগীতশিল্পী আবদুল জব্বার। গানের প্রথম লাইন হলো ‘শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা তোমার দেয়া আঘাত, আমায় দেয় যে মধুর বেদনা, তুমি আমার সাধনা’।

আশির দশকে রুনা লায়লার গাওয়া তুমুল জনপ্রিয় গান ছিল ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। এর সুর ও সংগীতায়োজন করেছিলেন আলাউদ্দিন আলী।

বন্ধুকে নিয়ে গান গেয়েছেন সংগীতশিল্পী সায়ান। গানের প্রথম কথা হলো ‘এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল-বিকেল বেলা, কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম গলা খুলে। কত এলোমেলা পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে’।

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়