শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৬:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫
তিন দশকে শাবির ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দশক পূর্তি ও পুনর্মিলনী
![আইপিই বিভাগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। আইপিই বিভাগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।](https://www.eyenews.news/media/imgAll/2024July/ipe-start-1-2502071236.jpg)
আইপিই বিভাগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার ( আইপিই) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে বিভাগের প্রায় আট শতাধিক গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন।
শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম।
সকাল দশটায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ইন্ডাস্ট্রি এক্সপার্টরা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে অডিটোরিয়াম এর সামনে জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে লাফার্জ হোলসিম, এস এম এল, এভেরী ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেড টেন্ট এর মাধ্যমে নতুন আগ্রহীদের থেকে সিভি জমা নিবেন।
একই দিন দুপুরে আইপিই স্ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আইপিই স্ফেয়ার কনটেক্সটের তিনটি প্রতিযোগিতায় কেইস কম্পিটিশন, কম্পিউটার এইডেড ড্রয়িং (ক্যাড), প্রজেক্ট ফেয়ার এ বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের প্রোগামের সমাপ্তি হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো সাজেদুল করীম বলেন, দেশ ও দেশের বাইরে আইপিই বিভাগের গ্রাজুয়েটরা সাফল্যের ধারা বজায় রেখেছে। সাবেক, বর্তমানদের পদচারণায় ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠছে। আমি তাদের তিন দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের পূর্তির সফলতা কামনা করছি।
তিন দশক পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান বলেন, দেশে স্নাতক পর্যায়ে আইপিই বিভাগ প্রথম শাবিতেই চালু হয়। আইপিই গ্রাজুয়েটরা সফলভাবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বৈশ্বিকভাবে প্রতিযোগিতার লড়াইয়ে আমাদের গ্রাজুয়েটরা সফলতার স্বাক্ষর রেখেছে। বিশ্বজুড়ে শিল্পবিপ্লবকে সফল করতে আইপিই বিভাগের গ্রাজুয়েটরা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
দ্বিতীয় দিন সকালে সামাজিক আড্ডা, পরিবার ও শিশুদের আনন্দঘন সময়: বিভিন্ন খেলা ও বিনোদন, অ্যালামনাই বনাম একাডেমিয়া (ক্রিকেট ও ফুটবল ম্যাচ), বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ, লাকি ড্র: র্যাফেল ড্র ও সবশেষে ওইদিন সন্ধ্যায় উন্মুক্ত কনসার্টের মধ্য দিয়ে প্রোগামের সমাপ্তি হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও অ্যাভয়েড রাফা।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩