Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ইয়ানূর রহমান 

প্রকাশিত: ১৭:৪৪, ১২ নভেম্বর ২০২৩

বেনাপোলে সীমান্তে ১২টি স্বর্ণের বার সহ ৩ পাচারকারি আটক

জব্দকৃত স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই পাচারকারী। ছবি- আই নিউজ

জব্দকৃত স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই পাচারকারী। ছবি- আই নিউজ

বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৩শ ৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় তারা একটি মোটরসাইকেল সহ তিন পাচারকারীকে আটক করেছে।

আটককৃতরা বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে আজমীর (২০), আলী কদমের ছেলে জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমীনের ছেলে নুরুজ্জামান (৩৮)।

রোববার (১২ নভেম্বর) ভোরে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের চালান সহ তিন জন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার।

বিজিবির এই কর্মকর্তা জানান, দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহলরত অবস্থায় একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৩শ ৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা।

এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়