Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৭:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২২

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজরা

বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল

বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দল

এবারের এশিয়া কাপ ২০২২ এর আসরে বাংলাদেশ ক্রিকেট দল ছিলো একেবারেই ব্যর্থ। গ্রুপ পর্ব থেকে নিতে হয়েছে বিদায়। হংকং এর মতো নবাগত দল যেখানে সেমিফাইনালের প্রস্তুতি সারতে ব্যস্ত সেখানে বাংলাদেশ বাংলাদেশে এসে সইছে হারবার ব্যথা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতেই দেশে ফেরার বিমান ধর বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিবদের বহনকারী বিমান।

আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে হেরে গ্রুপ পর্ব থেকেই এবার এশিয়া কাপ যাত্রা শেষ হয়েছে টিম বাংলাদেশের।

শনিবার ৩ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার কথা রয়েছে সাকিব-মুশফিকদের। ক্রিকেটাররা দেশে ফিরে আপাতত কয়েকদিনের ছুটি কাটাবেন। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে যাচ্ছেন দলের কোচিং স্টাফের সদস্যরা।

সপ্তাহখানেক ছুটি কাটিয়ে আবারও ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ই সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের কাছেও টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত হয় বাংলাদেশ। যেকারণে এশিয়া কাপ নিয়ে টাইগার সমর্থকদের প্রত্যাশার পারদটা ছিল তলানিতে। তবে সাকিব আল হাসান অধিনায়ক হওয়ায় ফের স্বপ্ন বুনেছিল ভক্তরা। দেশসেরা অলরাউন্ডারের নেতৃত্বেও পারেনি বাংলাদেশ। টানা দুই হারে শেষ হয়েছে এশিয়া কাপের মিশন।

জালাল ইউনুস জানান, বিশ্বকাপের আগে ব্যাটিং সেশ করা হবে। এশিয়া কাপের বাইরে থাকা কয়েকজন ব্যাটসম্যানকেও পর্যবেক্ষণ করা হবে। বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, তবে তার আগেই স্কোয়াড ঘোষণা করা হবে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ৩০ সেপ্টেম্বরের আগেই দেশ ছাড়ার চেষ্টা করা হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়