Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

লরির ধাক্কায় বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। ছবি- সংগৃহীত

লরির ধাক্কায় বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। ছবি- সংগৃহীত

বড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও দুর্ঘটনাটি খেলার মাঠে নয়, ঘটতে চলেছিল সড়ক পথে। সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসের দরজা ভেঙে গিয়েছে। ভাগ্যিস সেসময় বাসে কোনো ক্রিকেটার ছিলেন না।  ছিলেন টিম বয় আর ছিল ক্রিকেটারদের সরঞ্জামাদি। 

জানা যায়, বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হয়েছিল। সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লেগেছে ফ্র্যাঞ্চাইজিটির বাসের। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

গতকাল ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। নিজেদের মাঠে আগামী মঙ্গলবার কুমিল্লাকে মোকাবিলা করবে স্বাগতিকরা। 

ঢাকা পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘুরে দাঁড়াতে চায় ঘরের মাঠে ফিরে। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়