Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ভালোবাসা দিবসে আসছে সমরজিৎ-প্রিয়াংকার নতুন গান ‘ইচ্ছেগুলো’

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ।

সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ।

আর একদিন পরেই বিশ্ব ব্যাপী পালিত হবে ভালোবাসা দিবস। প্রতিবছর ভালোবাসা দিবসকে ঘিরে কিছু গান প্রকাশ পায়। শিল্পীরাও তাই অপেক্ষায় থাকেন ভালোবাসা দিবসে গান প্রকাশের। বাংলাদেশের দুই গুণী জনপ্রিয় সংগীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ ইতিমধ্যেই এক অনন্য জুটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আসছে ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাচ্ছে এই দুই শিল্পীর যৌথভাবে গাওয়া গান ‘ইচ্ছেগুলো’। 

সঞ্জয় রায়ের কথা এবং সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতায়োজনে নির্মিত এ গান ভালোবাসা দিবস উপলক্ষ্যে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে প্রকাশিত হবে আগামীকাল (১৩ ফেব্রুয়ারি)।

গানের ব্যাপারে শিল্পী সমরজিৎ রায় বলেন, "আমাদের দু'জনের গানের প্রতি যাঁদের বিশেষ ভালোবাসা রয়েছে, চেষ্টা করেছি তাঁদের পছন্দ হওয়ার মতোই ভীষণ মিষ্টি প্রেমের একটি গান তৈরি করার। অসাধারণ কথার এই গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য উপহার হিসেবে রইলো।"

প্রিয়াংকা গোপ বলেন, "আমাদের গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। চমৎকার একটি গান বেঁধেছেন সমরজিৎ দাদা, গাইতেও ভীষণ ভালো লেগেছে। আমাদের গানের জন্য যাঁরা অপেক্ষায় থাকেন আশা করি সেই শ্রোতারা দারুণ কিছু পাবেন এই ভালোবাসা দিবসে।"

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়