Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ৩১ জুলাই ২০২২

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ১ জনের মৃত্যু, অর্ধশতাধিক আহত

ভোলায়জেলা বিএনপি কর্মীদের সাথে  পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও ঘটনা পুলিশসহ আরও অর্ধশতাধিক আহত হয়েছে।

জানা গেছে রোববার (৩১ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের একজন মারা যান।

নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর নাম আব্দুর রহিম (৩৫) সদর উপলেজার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নং ওযার্ডে। তিনি ভোলা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জনান বিএনপি নেতারা।

বিএনপি কর্মীরা জানায়, বিক্ষোভ সমাবেশ শেষে করে মিছিল বের হয়ে শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশ মিছিলে হামলা ও গুলি চালায়। এসময় অন্তত ১০ জন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হয়।

এদিকে এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়